Inqilab Logo

শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১, ২৮ যিলহজ ১৪৪৫ হিজরী

মঠবাড়িয়ায় জাপা কর্মিসভায় হামলার ঘটনায় আ.লীগের ৩৯ নেতাকর্মীর নামে মামলা

| প্রকাশের সময় : ২৩ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

মঠবাড়িয়া (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা: পিরোজপুরের মঠবাড়িয়ায় জাতীয় পার্টির কর্মী সভায় হামলার ঘটনায় বুধবার রাতে এমপির সমর্থক শাহাদাৎ হোসেন বাদী হয়ে উপজেলা আ.লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদকসহ স্থানীয় যুবলীগ-ছাত্রলীগের ১৯ জনসহ অজ্ঞাত ১৫-২০ জনকে আসামি করে থানায় একটি মামল করেছেন। মামলা সূত্রে জানা যায়, গত ২০ ফেব্রæয়ারি মঙ্গলবার সদ্য জাতীয় পার্টিতে যোগদানকারী এমপি রুস্তম আলী ফরাজীকে নলী বাড়ৈবাড়ি মন্দিরের কাজ দেখার আমন্ত্রণ জানায়। এ সময়ে ওই স্থানে একটি কর্মীসভার আহŸান করা হয়। এ খবর প্রতিপক্ষ জানতে পেরে অনুষ্ঠান বানচাল করার উদ্দেশ্যে ১৫-২০ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্রসহ নলী চৌরাস্তায় সাক্ষীদের উপর হামলা চালায়। এ হামলায় জাকির হোসেন (৩৫) নামে একজন গুরুতর আহত হয়।
উল্লেখ্য, মঠবাড়িয়ায় আগামী ২৭ ফেব্রæয়ারি হুসেইন মুহম্মদ এরশাদের জনসভা সফল করার লক্ষে এমপি রুস্তম আলী ফরাজীর কর্মীসভায় সাপলেজা ইউনিয়নের নলীভিম তুলাতলা গ্রামের চৌরাস্তা মোরে মঙ্গলবার দুপুরে এ হামলার ঘটনা ঘটে। আহত এমপির সমর্থক জাকির হোসেনকে (৩৫) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির পর উন্নত চিকিৎসার জন্য দুপুরেই বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে। মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ কে এম তারিকুল ইসলাম মামলার সত্যতা নিশ্চিত করেছেন।উপজেলা আ.লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক তাইজুল ইসলাম বলেন, আমাদেরকে হয়রানি করার জন্য এ মিথ্যা মামলা করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আ.লীগ

১২ ডিসেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ