মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মৃত্যুর অপেক্ষায় ঘৌতাবাসী: ইনকিলাব ডেস্ক : সিরিয়ার রাজধানীর কাছে বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকা ঘৌতার পূর্বাঞ্চলে সরকারি বাহিনীর রকেট হামলায় অন্তত ১৩ বেসামরিক লোক নিহত হয়েছে। এক পর্যবেক্ষক এ কথা জানান। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, ইস্টার্ন ঘৌতার প্রধান নগরী দোউমায় গতকাল বৃহস্পতিবারের এই হামলায় অন্তত ১৩ জন প্রাণ হারিয়েছে। এদিকে স্থানীয় অধিবাসীরা জানান, তারা তাদের ‘মৃত্যুর পালা’ আসার অপেক্ষায় রয়েছেন। বেশ কিছুদিন ধরেই বিদ্রোহী অধ্যুষিত অঞ্চলটিতে ক্রমাগত রকেট ও ব্যারেল বোমা হামলা হচ্ছে। সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হওয়ার পর সবচেয়ে তীব্র হামলার পরিপ্রেক্ষিতে অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন এ অঞ্চলের অধিবাসীরা। গত বুধবার সকালে এ অঞ্চলের একটি গ্রামে অন্তত ১০ জন নিহত হয়েছেন এবং ২০০ জনের বেশি আহত হয়েছেন। গত তিনদিনে জেলাটিতে অন্তত ২৭৪ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে মানবাধিকার পর্যবেক্ষণকারী ব্রিটিশভিত্তিক সিরীয় সংস্থা। এছাড়া মঙ্গলবার পাঁচ শিশুসহ আরো ১৩ জনের লাশ আরবিন ও সাকবা গ্রামের বিধ্বস্ত বাড়িঘরের ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। দামাস্কাসের উপকণ্ঠে অবস্থিত ঘনবসতিপূর্ণ কৃষিজ জেলা পূর্ব ঘৌউতা এখনো বিদ্রোহীদের দখলে। রাজধানীর কাছে অবস্থিত গুরুত্বপূর্ণ এলাকাগুলোর মধ্যে একমাত্র এটিই এখনো বিদ্রোহীরা দখলে রাখতে পেরেছে। কয়েক বছর ধরে সরকারপন্থী বাহিনী ৪০ হাজার অধিবাসী অধ্যুষিত এ জেলাটি ঘিরে রেখেছে। তবে শনিবার থেকে বিমান হামলার পরিমাণ বহুগুণে বৃদ্ধি পেয়েছে। আট বছর ধরে চলা সিরিয়া যুদ্ধে এটি অন্যতম তীব্র হামলা। বোমা হামলায় হাসপাতাল ও বিভিন্ন বেসামরিক স্থাপনার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। জাতিসংঘ এ হামলার নিন্দা জানিয়ে এটিকে যুদ্ধাপরাধের সঙ্গে তুলনা করেছে। অঞ্চলটির বাসিন্দা ২২ বছর বয়সী বিলাল আবু সালাহ বলেন, আমরা আমাদের মৃত্যুর জন্য অপেক্ষা করছি। আমি কেবল এই কথাটিই বলতে পারি। পূর্ব ঘৌতাতার সবচেয়ে বড় শহর দুমার অধিবাসী সালাহের স্ত্রী পাঁচ মাসের অন্তঃসত্ত¡া। জন্ম নেয়া শিশুটি হবে দম্পতিটির প্রথম সন্তান। তবে সালাহ আশঙ্কা প্রকাশ করে বলেন, বোমা হামলার আতঙ্কে তার প্রসব এগিয়ে আসতে পারে। সালাহ আরো বলেন, এখানকার প্রায় সব মানুষই এখন আশ্রয়কেন্দ্রে বসবাস করে। একেকটি বাড়িতে পাঁচ-ছয়টি পরিবার বসবাস করে। এখানে কোনো খাবার নেই, বাজার নেই। বাশার আল আসাদ সরকারের পক্ষাবলম্বনকারী জোটের হয়ে লড়াই করা একজন কমান্ডার রয়টার্সকে রাতে জানান, বোমা হামলার উদ্দেশ্য হচ্ছে বিদ্রোহীদের দামাস্কাসের পূর্বাঞ্চলে মর্টার হামলা থেকে বিরত রাখা। তিনি আরো জানান, এর পরে স্থলভাগে অভিযান শুরু হতে পারে। তিনি বলেন, আক্রমণ এখনো শুরু হয়নি। এটি প্রাথমিক বোমা হামলা। ২০১৫ সাল থেকে আসাদকে যুদ্ধবিমান দিয়ে সমর্থন করা মিত্রশক্তি রাশিয়া অবশ্য দাবি করেছে, তারা বেসামরিক লোকদের লক্ষ্য করে হামলা করছেন না। এছাড়া হেলিকপ্টার থেকে ব্যারেল বোমা নিক্ষেপের ব্যাপারটিও অস্বীকার করেছে তারা। জাতিসংঘ ব্যারেল বোমা ব্যবহারের নিন্দা জানিয়েছে। অন্যদিকে বিদ্রোহীরাও পূর্ব ঘৌতাতার কাছে দামাস্কাসের জেলাগুলোয় মর্টার হামলা করছে। বুধবার এসব হামলায় দুজন আহত হয়েছেন বলে রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে। মঙ্গলবার বিদ্রোহীদের মর্টারের আঘাতে অন্তত ছয়জন নিহত হয়েছেন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, পূর্ব ঘৌতাতার অবৈধ অস্ত্রধারী গ্রুপগুলো আবাসিক এলাকা, দামাস্কাসের হোটেল এবং সিরিয়া পুনর্গঠনের রুশ কেন্দ্রেও বোমা হামলা চালিয়েছে। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।