বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাজশাহীর গোদাগাড়ীতে যাত্রীবাহী দুই বাসের সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১৫ জন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তিনি মহানন্দা বাসের চালক ফারুক হোসেন (৩৫)। তিনি গোদাগাড়ীর আতাউর রহমানের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানায়, রাজশাহী থেকে একতা পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস চাঁপাইনবাবগঞ্জের দিকে যাচ্ছিল। অপরদিকে চাঁপাইনবাবগঞ্জ থেকে মহানন্দা পরিবহন নামের আরেকটি বাস রাজশাহীর দিকে আসছিল। এসময় গোদাগাড়ীর কামারপাড়া মোড় পৌঁছালে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হয়। আহত হন আরো অন্তত ১৫ জন। পরে খবর পেয়ে গোদাগাড়ী ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করেন। গোদাগাড়ী থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।