Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বর্ষসেরার তালিকায় নেই বাংলাদেশ

| প্রকাশের সময় : ২০ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

ক্রিকেটের সবচেয়ে বড় ও জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর বর্ষ সেরা তালিকায় এবার কোন বাংলাদেশীর নাম নেই। বিভিন্ন ক্যাটাগরিতে ২০১৭ সালে পারফরমেন্সের দিক দিয়ে বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হলেন- অস্ট্রেলিয়ার দু’জন স্মিভেন স্মিথ ও নাথান লায়ন, ইংল্যান্ডের নারী ক্রিকেটার হেদার নাইট, পাকিস্তানের দুই খেলোয়াড় ফখর জামান ও মোহাম্মদ আমির, ওয়েস্ট ইন্ডিজের এভিন লুইস ও ভারতের যোগেন্দ্র চাহাল।
টেস্ট ফরম্যাটে ২০১৭ সাল স্বপ্নের মতো কেটেছে স্মিথের। ৬টি সেঞ্চুরি ও ৩টি হাফ-সেঞ্চুরিতে ১১ ম্যাচের ২০ ইনিংসে ১৩০৫ রান করেন তিনি। এর মধ্যে পুনেতে ভারতের বিপক্ষে স্মিথের ১০৯ রানের ইনিংসটি বর্ষসেরার খেতাব এনে দিয়েছে। তার ঐ ব্যাটিং নৈপুণ্যেই পুনে টেস্টে জয় পায় অস্ট্রেলিয়া। পুনে টেস্টের ঐ স্কোরের চাইতেও বেশক’টি দুর্দান্ত ইনিংস খেলেন স্মিথ। গ্যাব্বায় সাড়ে আট ঘন্টা ব্যাট করে অপরাজিত ১৪১ রান করেন তিনি। তারপরও পুনে টেস্টের ঐ ইনিংসটিকেই সেরা হিসেবে বিবেচিত হয়। এমনকি ইংল্যান্ডের বিপক্ষে হেডিংলিতে ওয়েস্ট ইন্ডিজের শাই হোপের ম্যাচ জেতানো সেঞ্চুরিটিও পেছনে পড়ে যায়।
২০১৭ সালে টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন লায়ন। ১১ ম্যাচের ২০ ইনিংসে ৬৩টি উইকেট শিকার করেন তিনি। গেল বছর ইনিংসে তার সেরা বোলিং ফিগার ছিলো ৫০ রানে ৮ উইকেট। বেঙ্গালুরুতে ভারতের বিপক্ষে ঐ দুর্দান্ত বোলিং ফিগারের জন্য বর্ষসেরা খেলোয়াড় হলেন লায়ন। একই টেস্টে ৪১ রানে ৬ উইকেট নিয়েছেন ভারতের অফ-স্পিনার রবীচন্দ্রন অশ্বিন।
অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ, ভারতের বিরাট কোহলি ও পাকিস্তানের সরফরাজ আহমেদকে পেছনে ফেলে গেল বছরের সেরা অধিনায়ক নির্বাচিত হয়েছেন মহিলা খেলোয়াড় ইংল্যান্ডের নাইট। দলকে বিশ্বকাপ এনে দেয়ার সুবাদেই বর্ষসেরা খেলোয়াড় হয়েছেন নাইট। এছাড়া গেল বছর তার নেতৃত্বে ১৫ ম্যাচের ১১টিতেই জয় পায় ইংল্যান্ড। প্রথমবারের মত এই ক্যাটাগরিতে কোন মহিলা খেলোয়াড় নির্বাচিত হলেন।
বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার নির্বাচিত হয়েছেন পাকিস্তানের ফখর জামান। ভারতের বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অপরাজিত ১১৪ রান করেন তিনি। তার ঐ ইনিংসটি ওয়ানেডেতে বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত করলো জামানকে। ঐ ফাইনালে ১৬ রানে ৩ উইকেট নেন পাকিস্তানের আমির। দলের জয়ে মুখ্য ভূমিকা রাখায় সেরা বোলার হয়েছেন আমির।
ভারতের বিপক্ষে টি-২০ ম্যাচে অপরাজিত ১২৫ রানের সুবাদে ওয়েস্ট ইন্ডিজের লুইস সেরা ব্যাটসম্যান নির্বাচিত হন। বেঙ্গালুরুতে ইংল্যান্ডের বিপক্ষে ২৫ রানে ৬ উইকেট নেয়া ভারতের লেগ-স্পিনার চাহালকে বছরের সেরা টি-২০ বোলিং পরফর্মান্স হিসেবে বিবেচিত হয়।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাংলাদেশ


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ