Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

| প্রকাশের সময় : ২০ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

চুমু খান, অনুমতি নেওয়ার প্রয়োজন নেই
-ভারতের ভাইস প্রেসিডেন্ট
ইনকিলাব ডেস্ক : গরুর গোশত খাওয়া নিয়ে বিতর্কে এবার মুখ খুললেন ভাইস প্রেসিডেন্ট ভেঙ্কাইয়া নাইডু। তিনি বলেন, কে কী খাবেন সেটা তাঁর ব্যক্তিগত পছন্দ। সেখানে কারও কিছু বলার নেই। তবে, কোনও খাবারকে নিয়ে অহেতুক ইস্যু বানানোর প্রয়োজন নেই। রবিবার একটি আলোচনা সভায় যোগ দিতে গিয়েছিলেন ভাইস প্রেসিডেন্ট।
স¤প্রতি দেশে গরুর গোশত নিয়ে বিধিনিষেধ আরোপ হওয়ার পর মাদ্রাজ আইআইটির ছাত্ররা ‘বিফ উৎসব’ পালন করে। সেখানে গরুর গোশত খাওয়ার পাশাপাশি, এই নিয়ে প্রতিবাদ কর্মসূচিও নেয় তারা। এই ঘটনাটি নিয়ে মন্তব্য করতে গিয়ে ভাইস প্রেসিডেন্ট বলেন, আমরা খাবার খাই নিজের জন্য। পছন্দের খাবারও নিজেদের মত করেই বেছে নিই। ফলে তা নিয়ে উৎসবে মেতে ওঠার মতো কোনও কারণ নেই। কারও অনুমতিও নেওয়ার প্রয়োজন নেই। ঠিক যেমন আপনি কাউকে চুম্বন করতে চাইলে কারও অনুমতি নেওয়ার প্রয়োজন পড়ে না। বা কোনও উৎসবেও মেতে ওঠার দরকার পেিড় না।
এ দিন তিনি কাশ্মীরে অশান্তির প্রসঙ্গও টেনে আনেন। বলেন, কাশ্মীরে আফজল গুরুকে নিয়ে একদল মানুষ মেনে উঠেছেন। তাঁরা তাকে ভাল মানুষ বলে দাবি করছেন। কিন্তু এই আফজল গুরুই ভারতের সংসদ ভবনে আক্রমণ করেছিলেন। সূত্র : জি নিউজ।


আবারো বিতর্কিত মন্তব্য দুতের্তের
ইনকিলাব ডেস্ক : ফের বিতর্কিত মন্তব্য করে সমাজকর্মীদের রোষের মুখে পড়লেন ফিলিপিন্সের প্রেসিডেন্ট রড্রিগো দুতের্তে। কুয়েতে কর্মরত ফিলিপিন্সের বাসিন্দারের একটি সভায় বক্তব্য রাখছিলেন দুতের্তে। সেখানে তিনি বলেন, এইডস-এর প্রকোপ ও তার প্রকিকার শীর্ষক এই আলোচনা সভায় তিনি বলেন, যৌন মিলনের সময় কনডোম ব্যবহার করা উচিত নয়। কারণ কনডোম কোনও সুখ দিতে পারে না। সভায় মহিলাদের সংখ্যা ছিল বেশি। তাদের উদ্দেশ্য করে প্রেসিডেন্ট দুতের্তের পরামর্শ, আপনারা কনডোমের বদলে গর্ভনিরোধক ওষুধ ব্যবহার করুন। কারণ কন্ডোম আপনিকে সুখ দিতে পারবে না।
প্রেসিডেন্টের এই মন্তব্য নিয়ে ইতিমধ্যেই ফিলিপিন্সে শোরগোল পেিড় গিয়েছে। তাঁর মন্তব্যের সমালোচনায় মুখোর হয়েছেন সমাজকর্মীরা। প্রতিবাদে নেমেছে বিরোধীরাও। প্রসঙ্গত এশিয়ায় সবথেকে বেশি এইচআইভি আক্রান্তের সংখ্যা ফিলিপিন্সে। প্রত্যেক বছর এই সংখ্যাটা লাফিয়ে লাফিয়ে বাড়ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিশ্বসংবাদ

২৮ অক্টোবর, ২০২২
২৭ অক্টোবর, ২০২২
২৬ অক্টোবর, ২০২২
১৮ অক্টোবর, ২০২২
১৬ অক্টোবর, ২০২২
১৩ অক্টোবর, ২০২২
১১ অক্টোবর, ২০২২
২৭ সেপ্টেম্বর, ২০২২
২৫ সেপ্টেম্বর, ২০২২
২০ সেপ্টেম্বর, ২০২২
১৮ সেপ্টেম্বর, ২০২২
১৩ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ