Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

তানোরে ৩ জঙ্গির বিরুদ্ধে র‌্যাবের মামলা রিমান্ডের আবেদন

| প্রকাশের সময় : ২০ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

তানোর (রাজশাহী) উপজেলা সংবাদদাতা: রাজশাহীর তানোরে বিস্ফোরক জেহাদী বইসহ র‌্যাব-৫ কর্তৃক আটক তিন জেএমবি সদস্যকে রোববার রাতে তানোর থানা পুলিশে হস্তান্তর করেন র‌্যাব। এ ঘটনা র‌্যাব-৫ রাজশাহীর এসআাই সিপিএসসি হারুন-অর-রশিদ বাদী তানোর থানায় মামলাটি করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা তানোর থানার এসআই আবুল খায়ের পিন্টু বলেন, র‌্যাবের দায়ের করা মামলায় গ্রেফতার দেখিয়ে ১০ দিনের রিমান্ড আবেদন জানিয়ে তিন জঙ্গিকে গতকাল সোমবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গত শনিবার ভোরে তানোর উপজেলার তালন্দ ইউপির বিলশহর গ্রামের মৃত জহুর মÐলের ছেলে সাহেবজান আলী (৩৫), জেকের আলীর ছেলে আবুল কালাম আজাদ (২৮) এবং খলিল উদ্দিনের ছেলে জাহাঙ্গীর আলম ওরফে আলম (২৮) এই তিন জেএমবি সদস্য নাশকতার পরিকল্পনা করতে শনিবার দিবাগত রাতে সাহেবজান আলীর বাড়িতে গোপন বৈঠকে বসে, এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাদের আটক বিপুল পরিমাণ বিষ্ফোরক দ্রব্য উদ্ধার করে র‌্যাব-৫ এর সদস্যরা। এ ব্যাপারে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল ইসলাম বলেন, আটককৃতদের জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন জানিয়ে আদালতে পাঠানো হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জঙ্গি


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ