পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্টাফ রিপোর্টার : দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঢাকাসহ সারাদেশের সকল জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে বিএনপি। দলীয় প্রধানের মুক্তির দাবিতে তিনদিনের কর্মসূচির দ্বিতীয় দিনে গতকাল (রোববার) সকাল ১১টায় ঢাকা জেলা বিএনপির সভাপতি দেওয়ান মো. সালাউদ্দিন আহমেদ ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল পুরাতন ঢাকায় জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ উদ্দিনের কাছে স্মারকলিপি দেন।
এসময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার জিয়াউর রহমান, ঢাকা মহানগর উত্তরের নেতা মুন্সি বজলুল বাসিত আনজু, আহসানউল্লাহ হাসান, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক এড. আবদুস সালাম আজাদ, শহিদুল ইসলাম বাবুল, কেন্দ্রীয় নেতা মীর নেওয়াজ আলী নেওয়াজ, আমিরুজ্জামান শিমুল, নিপুণ রায় চৌধুরী, জেলা সাধারণ সম্পাদক আবু আশফাক, সাংগঠনিক সম্পাদক রেজাউল কবির পল, রাশেদুল আহসান রাশেদ, ঢাকা জেলা যুবদলের আহŸায়ক ভিপি নাজিমউদ্দিন নাজিম, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবদুর রহমান বাবুল, জেলা ছাত্রদলের সভাপতি হাজী মাসুম, জেলা মহিলা দলের সাবিনা ইয়াসমিন সেখানে উপস্থিত ছিলেন।
ঢাকাসহ সারাদেশে জেলা প্রশাসক কার্যালয়ে একযোগে এই স্মারকলিপি দিয়েছে বিএনপি। এর আগে সকাল থেকে ভিক্টোরিয়া পার্কের কাছে বিএনপির নেতা-কর্মীরা সমবেত হয়ে খালেদা জিয়ার মুক্তির দাবিতে শ্লোগান দিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আসেন। এই কর্মসূচি ঘিরে জেলা প্রশাসক কার্যালয়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল। খালেদা জিয়ার মুক্তির দাবিতে তিন দিনের কর্মসূচি শনিবার সারা দেশে গণস্বাক্ষর অভিযানের মধ্য দিয়ে শুরু হয়। আজ ঢাকা মহানগর ছাড়া সারাদেশের জেলা-মহানগরে বিক্ষোভ সমাবেশের কর্মসূচি রয়েছে বিএনপি। আগামী ২২ ফেব্রæয়ারি ঢাকায় সোহরাওয়ার্দী উদ্যান বা নয়া পল্টনের কার্যালয়ের সামনে জনসভা করার জন্য মহানগর পুলিশের কাছে আবেদনও করেছে বিএনপি।
চট্টগ্রাম ব্যুরো জানায়, চট্টগ্রামের জেলা প্রশাসককে স্মারকলিপি দিয়েছে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি। জেলা প্রশাসক মোঃ জিল্লুর রহমান চৌধুরী স্মারকলিপি গ্রহণ করেন। মহানগর বিএনপির পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ করেন বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুুুুবুর রহমান শামীম, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবু সুফিয়ান, বিএনপি নেতা এম এ আজিজ, শামছুল আলম, এড. আবদুস সাত্তার, প্রমুখ। দক্ষিণ জেলা বিএনপির সভাপতি সাবেক প্রতিমন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে বিএনপি নেতারা স্মারকলিপি হস্তান্তর করেন।। উত্তর জেলা বিএনপির পক্ষে জেলা প্রশাসকের কাছে স্মারলিপি তুলে দেন দলের নেতারা। এছাড়া উত্তর জেলা বিএনপির অপর একটি গ্রæপ জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ করে।
রাজশাহী ব্যুরো জানায়, গতকাল সকালে জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীরা জেলা প্রশাসক হেলাল মাহমুদ শরীফের কার্যালয়ে গিয়ে আলাদা আলাদাভাবে এই স্মারকলিপি দেয়। মহানগর বিএনপির স্মারকলিপি হস্তান্তরের সময় মহানগর বিএনপির সভাপতি এবং সিটি মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন, সৈয়দ মো: মহসিনসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জেলা বিএনপির স্মারকলিপি হস্তান্তরের সময় সভাপতি তোফাজ্জল হোসেন তপুসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ময়মনসিংহ ব্যুরো জানায়, ময়মনসিংহে স্মারকলিপি পাঠ করেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএননপির যুগ্ম সাধারণ সম্পাদক কাজী রানা। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির নিবার্হী কমিটির সদস্য নূরজাহান ইয়াসমীন, ইঞ্জিনিয়ার শামছ উদ্দিন আহমদ, ইঞ্জিনিয়ার এম.ইকবাল হোসাইন, সাবেক এমপি শাহ নূরুল কবীর শাহীন, শহর বিএনপির সভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম, জেলা আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাড.নূরুল হক, আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ড.মীর মিজানুর রহমান, উপজেলা চেয়ারম্যান আবুল বাসার আকন্দ, প্রমূখ।
নরসিংদী থেকে স্টাফ রিপোর্টার : গতকাল নরসিংদী জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করেছে। জেলা বিএনপি’র নেতৃবৃন্দ সকাল ১০ টায় বিএনপি কার্যালয়ে সমবেত হয়। সেখান বিএনপি’র সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন মাস্টারের নেতৃত্বে জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি সুলতান উদ্দিন মোল্লা, সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য রোকেয়া আহমেদ লাকী, প্রমুখ নেতৃবৃন্দ স্মারকলিপি জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ^াসের হাতে হস্তান্তর করেন।
স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ থেকে জানান, জয়নুল আবেদিন ফার”কের নের্তৃত্বে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছেন মহানগর বিএনপি।। বিএনপি চেয়ারপারসের উপদেষ্টা জয়নুল আবেদিন ফার”ক, মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম ও সাধারণ সম্পাদক এটিএম কামালের নেতৃত্বে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি জেলা প্রশাসকের কার্যালয়ে প্রশাসক রাব্বি মিয়ার নিকট স্মরক লিপি প্রদান করেন।
জয়পুরহাট জেলা সংবাদদাতা জানান, জয়পুরহাটে গতকাল রোববার জেলা বিএনপি বিক্ষোপ কর্মসূচী ও স্মারক লিপি প্রদান করেছে। জয়পুরহাট জেলা প্রশাসক কে স্মারক লিপি প্রদান কালে বক্তব্য রাখেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, দলের সাধারণ সম্পাদক এ্যাড. নাফিজুর রহমান পলাশ, সহ-সভাপতি সদর উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান, প্রমুখ।
ল²ীপুর সংবাদদাতা জানান, গতকাল দুপুরে কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানী ও জেলা বিএনপি সভাপতি আবুল খায়ের ভূইঁয়ার নেতৃত্বে জেলা প্রশাসক কার্যালয়ে স্মারকলিপি প্রধান করেন। একই দাবিতে সকালে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন সাবুর নেত্বত্বে বিএনপির অপর অংশের নেতাকর্মীরা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন। জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল স্মারকলিপি গ্রহণ করেন। এসময় শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী ও আবুল খায়ের ভূইঁয়া সাংবাদিকদের বলেন, জাল নথি তৈরি করে বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে সাজাদিয়ে কারাগারে প্রেরন করছে। এ রায় একটি প্রহশনের রায়, এ রায় জাতি কোনদিন মেনে নিবেনা।
নীলফামারী সংবাদদাতা জানান, জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছে জেলা বিএনপি। নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রহীমের কাছে স্মারকলিপি প্রদান করেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ডাঃ এ জেড এম জাহিদ হোসেন। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট আনিছুল আরেফীন চৌধুরী, বিএনপি নেতা মিজানুর রহমান চৌধুরী, সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেন সরকার ।
টাঙ্গাইল জেলা সংবাদদাতা জানান, পুলিশী বাধায় বিক্ষোভ সমাবেশ ও টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নেছার উদ্দিন জুয়েল এর নিকট স্বারকলিপি প্রধান করেছে টাঙ্গাইল জেলা বিএনপি। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি›র সিনিয়র সহ-সভাপতি ছাইদুল হক ছাদু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল, সহ-সভাপতি আতাউর রহমান জিন্নাহ, প্রমুখ।
ফেনী জেলা সংবাদদাতা জানান, সকালে ফেনী জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি প্রদান করেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক এমপি অধ্যাপক জয়নাল আবেদিন ভিপি। এসময় ফেনী জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট আবু তাহের, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মেজবাহ উদ্দিন খান, জেলা কৃষক দল সভাপতি আবদুর রাজ্জাক, জেলা বিএনপির জেলা মহিলা দলের সভাপতি জুলেখা আক্তার ডেইজি, সিনিয়র সহ-সভাপতি জান্নাতুল ফেরদৌস মিতা, সাংগঠনিক সম্পাদক জাহানারা বেগম, প্রমুখ।
গাজীপুর জেলা সংবাদদাতা জানান, রোববার সকালে গাজীপুর জেলা বিএনপির উদ্যোগে এ স্মারকলিপি প্রদান করা হয়। গাজীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক শিল্পপতি মোঃ সোহরাব উদ্দিনের নেতৃত্বে কর্মসূচিতে বিএনপির কেন্দ্রীয় নেতা অধ্যাপক ড. রফিকুল ইসলাম বাচ্চু, হুমায়ুন কবির, অ্যাডভোকেট সুলতান উদ্দিন, ভিপি জয়নাল আবেদীন তালুকদার, সাবেক ছাত্রদল নেতা হুমায়ন কবির রাজুসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
ঝিনাইদহ জেলা সংবাদদাতা জানান, দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে ঝিনাইদহ জেলা বিএনপির নেতৃবৃন্দ। রোববার বেলা দুইটার দিকে জেলা প্রশাসক জাকির হোসেনের হাতে এ স্মারকলিপি তুলে দেওয়া হয়। এসময় জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এসএম মসিউর রহমান, জাতীয়তাবাদী আইনজীবী নেতা এড. আব্দুল আহাদ, এড. মোজাফ্ফর হোসেন জাহিদ, এড. আব্দুল আলীম ও এড. রিয়াজুল ইসলাম প্রমুখ উপস্থিত।
মাদারীপুর জেলা সংবাদদাতা জানান, জেলা প্রশাসকের কাছে স্মারক লিপি প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির’র সাধারণ সম্পাদক জাহান্দার আলী জাহান, পৌর বিএনপি’র সভাপতি এ্যাড. শরীফ মোঃ সাইফুল কবির, সহ সভাপতি এ্যাড. সাইফুর রহমান, সাংগঠনিক সম্পাদক এ্যাড. জামিনুর হোসেন মিঠু, সদর থানা বিএনপি সভাপতি এ্যাড. জাফর আলী মিয়া, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাড. রেজাউল করিম, ।
মেহেরপুর জেলা সংবাদদাতা জানান, মেহেরপুর জেলা বিএনপি গতকাল রবিবার সকাল ১০টায় স্মারকলিপি প্রদান করেছে। স্মারকলিপি প্রদান র্প্বূক এক সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন। জেলা প্রশাসনের কার্যালয়ে মাসুদ অরুনের নেতৃত্বে মেহেরপুর জেলা প্রশাসক পরিমল সিংহ স্মারকলিপি গ্রহণ করেন। এসময় জেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মুন্সীগঞ্জ জেলা সংবাদদাতা জানান, গতকাল রোববার জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছে মুন্সীগঞ্জ জেলা বিএনপি। পরে ১০ জনের একটি প্রতিনিধি দল জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করে।এ সময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সভাপতি ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা মো. আব্দুল হাই, বিএনপি কেন্দ্রিয় কমিটির স্বেচ্ছসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু, সদর উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন আহম্মেদ, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি মো. তোতা মিয়া প্রমুখ।
নওগাঁ জেলা সংবাদদাতা জানান, জেলা বিএনপি জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমানের নিকট এ স্মারকরিলি প্রদান করেন। এসময় অন্যান্যের মধ্যে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা লেঃ কর্ণেল (অব.) আব্দুল লতিফ খান, জেলা বিএনপির সভাপতি নাজমুল হক সনি, সিনিয়র সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক নান্নু, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, প্রমুখ।
নাটোর জেলা সংবাদদাতা জানান, দুপুরে জেলা প্রশাসক শাহিনা খাতুনের হাতে এই স্মারকলিপি তুলে দয়া হয়। স্মারকলিপি প্রদানের সময় নাটোর জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি সাবেক এমপি অধ্যাপক কাজী গোলাম মোর্শেদ, সহ সভাপতি মোঃ শহিদুল ইসলাম বাচ্চু প্রমুখ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শরীয়তপুর জেলা সংবাদদাতা জানান, শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান কিরন ও সাধারণ সম্পাদক সরদার একেএম নাসির উদ্দিন কালু’র স্বাক্ষরিত এ স্মারক লিপি জেলা প্রসাশক মোঃ মাহমুদুল হোসাইন খানের হাতে তুলে দেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব সাঈদ আহমেদ (আসলাম)। এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি শাহ মোঃ আব্দুস সালাম, ফজলুল করিম মিয়া, মোফাজ্জেল হোসেন ফকির, বিএম হারুন অর রশীদ, যুগ্ম সাধারণ সম্পাদক দুলাল খান, প্রমূখ।
নেছারাবাদ (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা জানান, গতকাল রোববার দুপুরে উপজেলার পুরাতন ইউনিয়ন পরিষদ সংলগ্ন একটি দোকানে বসে ছোট পরিসরে স্বরূপকাঠি পৌর বিএনপির সাধারণ সম্পাদক কাজী আনিছুজ্জামান এ গন স্বাক্ষর কর্মসূচীর উদ্ধোধন করেন। উক্ত গণস্বাক্ষর কর্মসূচীতে এসময় অন্যান্যেদের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর যুবদলের সাংগঠনিক সম্পাদক কাজী আক্কাস,।
ফুলপুর (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা জানান, জেলা প্রশাসকের পক্ষে তার স্টাফ অফিসার নির্বাহী ম্যাজিস্ট্রেট রকিবুল ইসলাম এ স্বারকলিপি গ্রহন করেন। সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্সের নেতৃত্বে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহবায়ক সাবেক এমপি খুররম খান চৌধুরী, যুগ্ম আহবায়ক মোতাহার হোসেন তালুকদার,যুগ্ম আহবায়ক এড. আবুল বাসার আকন্দ প্রমুখ স্বারকলিপি প্রদান করেন।
নাঙ্গলকোট (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা জানান, গতকাল রোববার দলীয় কার্যালয়ে গণস্বাক্ষর সংগ্রহ অভিযান কর্মসূচী পালন করা হয়। এসময় উপস্থিত ছিলেন- উপজেলা স্বেচ্ছাসেবক দল যুগ্ম আহবায়ক হানিফ রানা, জাহাঙ্গীর আলম, ই¯্রাফিল খাঁন, সদস্য ইয়াছিন মজুমদার, আব্দুল মন্নান মনু, আমজাদ হোসেন, মহসিন, প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।