রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা : মুসলিম হয়ে কেউ জঙ্গীবাদের পাতা ফাঁদে পা দেবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন নারায়ণগঞ্জ-১ রূপগঞ্জ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী (বীর প্রতিক)। গত শনিবার রাতে রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের নয়ামাটি এলাকায় নয়ামাটি বাইতুল ফালাহ্ জামে মসজিদের উদ্যোগে ওয়াজ ও দোয়ার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন। তিনি আরো বলেন, জঙ্গিরা মসজিদে-মাজারে বোমা মেরে সাধারণ মানুষ হত্যা করছে। যারা জঙ্গিবাদ করছে, তারা মুসলমান ও ইসলাম ধর্মের শত্রু। দেশের উন্নয়ন ও অগ্রগতির পথ রুদ্ধ করতে জঙ্গিরা সারা দেশে অপতৎপরতা চালানোর চেষ্টা চালাচ্ছে। কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ জাহেদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ সাইফুল ইসলাম, আওয়ামী লীগ নেতা মতিউর রহমান আকন্দ, মোহাম্মদ আব্দুল খালেক ও মোহাম্মদ জামান বেপারী, কায়েতপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মহিউদ্দিন ভ‚ঁইয়া, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, কায়েতপাড়া ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক আশিক ইকবাল, কায়েতপাড়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোস্তফা আল হোসাইন রাসেল, কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য ওমর ফারুক ভ‚ঁইয়া, নয়ামাটি বাইতুল ফালাহ্ জামে মসজিদ কমিটির সভাপতি মোহাম্মদ ফারুক ইকবাল খোকন, নয়ামাটি বাইতুল ফালাহ্ জামে মসজিদের ঈমাম ও খতিব হজরত মাওলানা হাফেজ রাফি আহমেদ আশরাফিসহ অনেকে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।