Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতের ত্রিপুরায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অনুষ্ঠানমালায় লোক নাট্যদল

| প্রকাশের সময় : ১৯ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

বিনোদন রিপোর্ট: ‘পৃথিবীর সকল মায়ের ভাষা অমর হোক’- শ্লোগানকে সামনে রেখে ভারতের ত্রিপুরা রাজ্যের বিলোনিয়া প্রেসক্লাব আয়োজিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অনুষ্ঠানমালায় বাংলাদেশের অন্যতম প্রধান নাট্য সংগঠন লোক নাট্যদল (বনানী) আমন্ত্রিত হয়েছে। অনুষ্ঠানমালায় লোক নাট্যদল তাদের আলোচিত নাটক রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ও কামরুন নূর চৌধুরী নির্দেশিত ‘বৈকুন্ঠের খাতা’র দু’টো প্রদর্শনী করবে। প্রথম প্রদর্শনী হবে ২১ ফেব্রæয়ারি সন্ধে ৬টায় বিলোনিয়া টাউন হল মিলনায়তনে এবং দ্বিতীয় প্রদর্শনী হবে ২২ ফেব্রæয়ারি সন্ধে ৬টায় ঋষ্যমুখের কৃষ্ণনগর মিলনায়তনে। নাট্যপ্রদর্শনী ছাড়াও দলটি ২১ ফেব্রæয়ারি ভোরে কলেজ স্কয়ারে শহীদ বেদীতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন, বেলা ১১টায় আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসের শোভাযাত্রায় অংশগ্রহণ এবং দুপুর ১২টায় বিকেআই মিলনায়তনে আয়োজিত সেমিনারে অংশগ্রহণ করবে। এছাড়া ২৩ ফেব্রæয়ারি সকালে লোক নাট্যদল ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধা ও ভারতীয় সেনাদের স্মরণে দক্ষিণ ত্রিপুরায় চোত্তাখোলায় স্থাপিত ‘ভারত-বাংলাদেশ মৈত্রী উদ্যাণ’ পরিদর্শন করবে এবং সেখানে আয়োজিত এক নাগরিক সম্বর্ধনায় যোগদান করবে। এ উপলক্ষ্যে লোক নাট্যদলের সাধারণ সম্পাদক কামরুন নূর চৌধুরীর নেতৃত্বে ১৯ সদস্যের দল ২০ ফেব্রæয়ারি বিলোনিয়ায় পৌঁছুবে এবং ২৪ ফেব্রæয়ারি দেশে ফিরে আসবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ