Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লোক নাট্যদলের নাটক কঞ্জুসের বিশেষ প্রদর্শনী

প্রকাশের সময় : ১৮ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : অলাভজনক সংস্থা ডিআরআরএ পরিচালিত ‘অমরজ্যোতি বিশেষায়িত স্কুল’ ঢাকা মহানগরীর বাড্ডা বস্তি এলাকায় অবস্থিত, যেখানে অত্যন্ত নি¤œ আয়ের দরিদ্র পরিবারের প্রতিবন্ধী শিশু-কিশোররা বিনামূল্যে শিক্ষা ও স্বাস্থ্য সেবা পেয়ে থাকে। অটিস্টিক, সেরিব্রাল পল্সি, ডাউন’স সিনড্রম, বাক ও শ্রবন প্রতিবন্ধী, দৃষ্টি ও বুদ্ধি প্রতিবন্ধী শিশুরা এ স্কুল থেকে সেবা পেয়ে থাকে। ‘অমরজ্যোতি’ স্কুল এসব প্রতিবন্ধী শিশুদের তাদের প্রতিবন্ধিতার ধরন ও প্রকৃতি উপোযোগী সমন্বিত পাঠ্যক্রমের মাধ্যমে শিক্ষা ও পুনর্বাসন সেবা প্রদান করে। এসব সেবার ফলে দরিদ্র প্রতিবন্ধী শিশুরা তাদের প্রতিভা বিকাশের সুযোগ পাচ্ছে। উক্ত প্রতিবন্ধী শিশুদের জন্য নিবেদিত স্কুলের আর্থিক সহায়তায় দেশের অন্যতম প্রধান নাট্যসংগঠন লোক নাট্যদল তাদের সাড়া জাগানো হাসির নাটক কঞ্জুস- এর বিশেষ প্রদর্শনীর আয়োজন করেছে। আগামী ২৯ জুলাই, শুক্রবার বাংলাদেশ শিল্পকলা একাডেমীর এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে সন্ধে ৭টায় নাটকটি মঞ্চস্থ হবে। ফরাসী নাট্যকার মলিয়ের-এর বিখ্যাত কমেডি ‘দি মাইজার’ অবলম্বনে কঞ্জুস নাটকটির রূপান্তর করেছেন তারিক আনাম খান এবং নির্দেশনা দিয়েছেন কামরুন নূর চৌধুরী। উল্লেখ্য, কঞ্জুস পুরান ঢাকার বাসিন্দাদের বৈশিষ্ট্যপূর্ণ জীবনধারার ওপর রূপান্তরিত বাংলাদেশের সর্বাধিক মঞ্চায়িত নাটক। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবদুল্লাহ আল হারুন, কামরুন নূর চৌধুরী, জাহিদুর রহমান পিপলু, ইউজিন গোমেজ, নূরুল ইসলাম খান রতন, সামসাদ বেগম, আনোয়ার কায়সার, মনিকা বিশ্বাস, তানজিনা রহমান, আবুতাহের লিটন আকাশ, সুধাংশু নাথ প্রমুখ। পোশাক পরিকল্পনা করেছেন কামরুন নূর চৌধুরী, আলোক পরিকল্পনা - জি এম সিরাজুল হোসেন, আবহ সঙ্গীত- অভিজিৎ চৌধুরী ও মঞ্চ ব্যবস্থাপনা- আব্দুল আউয়াল খান।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লোক নাট্যদলের নাটক কঞ্জুসের বিশেষ প্রদর্শনী
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ