প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিনোদন ডেস্ক : কলকাতার (বারাকপুর) সুকান্ত সদন মঞ্চে অভিনয় করছিলেন ঢাকার নাট্য সংগঠন ‘এথিক’-এর একদল নিবেদিত প্রাণ নাট্যকর্মী। নাটকের নাম ‘হাঁড়ি ফাটিবে’। তাদের অভিনয় শেষে নাট্যমঞ্চে উপস্থিত কয়েকশ দর্শক এক সাথে দাঁড়িয়ে আবেগ আপ্লুত কণ্ঠে অভিবাদন জানিয়ে বললেন, অনবদ্য পরিবেশনা। আমরা অভিভ‚ত। কৃতজ্ঞতা জানাই ঢাকার নাট্য বন্ধুদের। দর্শক সারিতে উপস্থিত ছিলেন কলকাতার নাট্যব্যক্তিত্ব চন্দন সেন ও আশিষ গোস্বামীসহ বিশিষ্টজনেরা। তারাও এথিক এর নাটক দেখে প্রশংসা করেন। বললেন, উৎপল দত্তের এই নাটকটি কলকাতার একাধিক দল একাধিকবার মঞ্চস্থ করেছে। কিন্তু ঢাকার এথিক-এর পরিবেশনাটি এক কথায় চমৎকার। কলকাতার বিশিষ্ট নাট্য সংগঠন সাগ্নিক’এর ২৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আন্তর্জাতিক এক নাট্য উৎসবে ঢাকার নাট্য সংগঠন ‘এথিক’ তাদের নাটক মঞ্চায়নের আমন্ত্রণ পায়। সংগঠনের উপদেষ্টা নাট্যব্যক্তিত্ব রেজানুর রহমান ও আহŸায়ক অপু শহীদের নেতৃত্বে গত ২০ আগস্ট ঢাকা থেকে কলকাতায় যায়। ২১ আগস্ট বারাকপুরের সুকান্ত সদন মঞ্চে উৎসবের দ্বিতীয় দিনে এথিক তাদের আলোচিত মঞ্চ নাটক উৎপল দত্তের ‘হাঁড়ি ফাটিবে’ মঞ্চস্থ করে। অপু শহীদের নির্দেশনায় নাটকটিতে অভিনয় করেছেন কাজী প্যারিস, হাসনে আরা ডালিয়া, সুকর্ণ হাসান, মনি কানচন, মিন্টু সরদার, পথিক পলাশ, আফসা পারভিন, এম হাসান রিজভী, হাসান রুবেল, রিমন ও জাহাঙ্গীর আলম। বিপুল সংখ্যক দর্শক নাটকটি উপভোগ করেন। উৎসবে ঢাকার নাট্যদল এথিক-এর তরুণ নাট্যকর্মীরা তাদের অভিনয় সৌকর্য ও মেধার দ্যূতি ছড়িয়ে কলকাতার নাট্যজনের মনযোগ আকর্ষণ করে। নাট্যজন দেবশংকর হালদারের সাথে এথিক-এর সদস্যরা এক মতবিনিময় সভায় মিলিত হয়। সভায় ঢাকা ও কলকাতার মঞ্চ নাটক বিষয়ে মতবিনিময় হয়। এসময় এথিক এরপক্ষে নেতৃত্ব দেন বিশিষ্ট নাট্যকার আনন্দ আলোর সম্পাদক রেজানুর রহমান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।