Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মমতাজের নতুন গানের মিউজিক ভিডিও দেহ চাই নারে

| প্রকাশের সময় : ১৭ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

আশিক বন্ধু: অনেকদিন পর ‘দেহ চাই নারে’ শিরোনামের নতুন একটি গানে কন্ঠ দিয়েছেন মমতাজ। গীতিকার আবু সাইদ খানের লেখা গানটির মিউজিক ভিডিও হয়েছে। এম সাখাওয়াত হোসাইন এর পরিচালনায় মিউজিক ভিডিওটি মুক্তি পেয়েছে সেমন্তী মিউজিক-এর ইউটিউব চ্যানেলে। সজীব মাহমুদ মাইকেল বাবু ও রতন মিয়ার কোরিওগ্রাফিতে মডেল হয়েছেন সাজিয়া রিতু ও তন্ময় সাদী ছাড়াও অসংখ্য নৃত্যশিল্পী। গীতিকার আবু সায়েদ খান বলেন, ‘বাংলা সাহিত্যে দেহ ও মনকে তেমন সমান্তরালভাবে দেখানো হয়নি। তা আমি ৫ মিনিটের গানে দেখিয়েছি। অনেক চিন্তা ভাবনার ফসল আমার লেখা এই গান। দেহ ও মনের সমান্তরাল বিষয়টা গানে গানে তুলে ধরেছি। কবিতা থেকে গান সৃষ্টি করেছি। ছোটকাল থেকে কবিতা, গল্প উপন্যাস লিখে আসছি। খুব যতœ করে মনের ভেভর লালন করি কথা ও সুর। সেই কথা, কাব্য, সুর অনুভূতির মাধ্যমে প্রকাশ করি। পরিচালক এম সাখাওয়াত হোসেন বলেন, ‘অনেক পরিকল্পনা করে সাজানো হয়েছে ভিডিওটি। পুরো টিমওয়ার্ক ছিল শক্তিশালী। এমন মিউজিক ভিডিও সবার মন প্রাণ ছুঁয়ে যাবে। তাছাড়া আবু সাইদ খানের লেখা ও মমতাজের কন্ঠে গানটি প্রাণ পেয়েছে। আশা করছি, ব্যাপাক সাড়া পাবো আমরা’।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মিউজিক


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ