Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জয়পুরহাটে এসএসসি পরীক্ষার হারানো উত্তরপত্র উদ্ধার

জয়পুর হাট জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৬ ফেব্রুয়ারি, ২০১৮, ৩:১৫ পিএম

জয়পুরহাটে এসএসসি পরীক্ষার ইংরেজি বিষয়ের ৭৫টি হারানো উত্তরপত্রের মধ্যে ২৫টি উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে শহরের শিব মন্দির এলাকা থেকে উত্তরপত্রগুলো উদ্ধার করা হয়।

জয়পুরহাট সদর থানার পুলিশ পরিদর্শক(ওসি) মুমিনুল হক জানান, গত ৫ই ফেব্রুয়ারি এসএসসি ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার পর জয়পুরহাট সুগার মিল কেজি উচ্চবিদ্যালয়ের শিক্ষক গোলাম সরওয়ার উত্তরপত্র নিয়ে রাজশাহী শিক্ষা বোর্ড থেকে ট্রেনযোগে জয়পুরহাটে স্টেশনে নামেন। স্টেশন থেকে তিনি উত্তরপত্রের বস্তা নিয়ে রিকশা যোগে বাসায় ফিরছিলেন এসময় তার অজান্তে শহরের কেন্দ্রীয় শিব মন্দির এলাকায় বস্তার মুখ খুলে ৭৫টি খাতা রাস্তায় পড়ে যায়। পরে পথচারীদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ এসে সেখান থেকে ২৫টি খাতা উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এখনো ৫০টি উত্তর পত্র পাওয়া যায়নি বলে জানান শিক্ষক গোলাম সরওয়ার ও পুলিশ।

এ ব্যাপারে শিক্ষক গোলাম সরোয়ার মুঠো ফোনে ঘটনার সত্যতা স্বীকার করেছন। পুলিশ জানায়, বাকি উত্তরপত্রগুলো খোঁজা হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এসএসসি পরীক্ষা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ