বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
গফরগাঁও পৌরসভার সামনে জেলা পরিষদের আওতাধীন ডাকবাংলোর অডিটোরিয়ামের দু'তলা ছাদ ঢালাইয়ের সময় সেনটারিং ধসে পড়ে ১জন নিহত ও আনুমানিক ২০ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ শুক্রবার সকাল ১০টা ৫মিনিট । প্রত্যক্ষদর্শী মো. হাবিবুর রহমান জানান, সকালে নির্মাণাধীন ছাদ ঢালাইয়ের সময় হঠাৎ করে ভেঙ্গে পড়ে। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে আহতদেরকে গফরগাঁও হাসপাতালে পাঠানো হয়। আহতদের মধ্যে ৫জনকে গফরগাঁও হাসপাতালে ও ১জনকে আশংকাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গফরগাঁও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মেডিক্যাল অফিসার ডা. আলম আরা বেগম জানান, আহতদেরকে গফরগাঁও হাসপাতালে চিকিৎসা দেয়া চলছে। এদের মধ্যে ১জন মারা গেছে। এখন পর্যন্ত তার পরিচয় পাওয়া যায়নি। এলাকাবাসী জানান ,দুর্ঘটনার অনেক পর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আসে। গফরগাঁও উপজেলা নির্বাহী অফিসার ডাঃ শামীম রহমান জানান, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমি ময়মনসিংহ বিভাগীয় কমিশনার ,জেলা প্রশাসকসহ অন্যান্য বিভাগে অবহিত করি। দুপুর ১১টা ৪৫মিঃ পর্যন্ত নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।