Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সন্ধ্যায় ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদলের সাথে বিএনপির বৈঠক

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৪ ফেব্রুয়ারি, ২০১৮, ৪:২৯ পিএম

সন্ধ্যায় ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদলের সাথে বৈঠক করবে বিএনপি। গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে সন্ধ্যা ৬টায় এই বৈঠক অনুষ্ঠিত হবে। চেয়ারপার্সনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, বাংলাদেশে সফররত ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদলের সাথে বিএনপির শীর্ষ নেতারা বৈঠক করবেন।
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে কারাদণ্ড দেওয়ার পর থেকেই আন্দোলন কর্মসূচীতে কৌশলী অবস্থান নিয়েছে বিএনপি। জোরদার করা হয়েছে কূটনৈতিক তৎপরতা। গতকাল মঙ্গলবার বাংলাদেশে কর্মরত বিভিন্ন দেশের কূটনীতিকদের সাথে বৈঠক করেন দলটির সিনিয়র নেতারা। সেখানে খালেদা জিয়াকে সাজা দেওয়ার বিষয়, মামলার তথ্য, সরকারের দমননীতি, রায়ের কপি দিতে দীর্ঘসূত্রিতা, গণগ্রেফতারসহ সার্বিক বিষয় তুলে ধরা হয়। কূটনীতিকরাও এসব বিষয় জেনে উষ্মা প্রকাশ করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিএনপি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ