Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাদক ব্যবসায়ীদের তালিকা প্রকাশ করবে সরকার

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১২ ফেব্রুয়ারি, ২০১৮, ৫:৩১ পিএম

মাদক ব্যবসায়ীদের তালিকা জনসম্মুখে প্রকাশ করবে সরকার। মাদকের বিরুদ্ধে সরকারের কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে। সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা–সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এমনটাই জানিয়েছেন বক্তারা।

সভায় জানানো হয়, মাদক ব্যবসায়ী ও মাদকসেবী মিলে গত বছর ডিসেম্বর পর্যন্ত ১০ হাজার ১২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ৩১ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদে মাদকের বিরুদ্ধে অভিযান চালানোর নির্দেশ দেওয়ার পর আজকের সভায় প্রায় পুরো সময় মাদক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।

সভায় সভাপতিত্ব করেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। এতে আইনমন্ত্রী আনিসুল হক, নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভা শেষে আনিসুল হক সাংবাদিকদের বলেন, মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে যা যা করা দরকার সরকার করবে। মাদক ব্যবসায়ীদের তালিকা তৈরি করে জনসম্মুখে প্রকাশ করা হবে। গত এক বছরে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে মাদক নিয়ে সরকার উদ্বিগ্ন।

 



 

Show all comments
  • মোঃ আলমগীর আলম ৯ জুন, ২০২১, ৫:১৩ এএম says : 0
    মাদকের মরণনেশা হতে – ‘ত্রিশ লক্ষ বীর-শহীদ ও দুই লক্ষ মা-বোনের ইজ্জত/সম্ভ্রম আত্মত্যাগ এর বিনিময়ে অর্জিত স্বাধীন,সার্বভৌম রাষ্ট্র – বাংলাদেশ’ রক্ষায় তথা বাংলাদেশি জাতীয়তা রক্ষায় – ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার’ কর্তৃক, বাংলাদেশের প্রতিটি অঞ্চলে “A Profile of drug abuse in society” – প্রতিবেদন প্রস্তুতে, বিশেষ সংস্থা/বাহিনী গঠন অতিব জরুরী।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সরকার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ