Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জানতেন নান্নু, তারপরেও দলে সাকিব!

| প্রকাশের সময় : ১২ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : ঘরের মাঠে শ্রীলঙ্কার হাতে নাস্তানাবুদ বাংলাদেশ দল। ত্রিদেশীয় সিরিজের শিরোপা হারানোর পর টেস্ট সিরিজও ১-০তে হেরেছে মাহমুদউল্লাহও দল। তবে টাইগারদের এই হারার পিছনে বড় আফসোসের নাম সাকিব আল হাসানের ইনজুরি। ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ইনজুরিতে পড়েছিলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। সেই চোটে টেস্ট সিরিজে তো ছিলেন-ই না, টি-২০তেও খেলা হচ্ছে না সাকিবের। পরে হাসপাতালে হাতে ৪টি সেলাই লাগানো হয়। তখন বলা হয়েছিল, দুই সপ্তাহ মাঠের বাইরে থাকে হবে সাকিবকে। সাকিবের হাতের সেলাই খোলা হয়েছে ঢাকা টেস্ট হারের দিন। সেদিন নিজেও ছিলেন মিরপুরে উপস্থিত। এখনও রয়ে গেছে ক্ষত। যা শুকাতে সময় লাগবে আরো প্রায় দু সপ্তাহ। তাই ১৫ ফেব্রæয়ারি শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টিতেও থাকছেন না সাকিব। সেটা জানতেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু! একদিন আগে এই অলরাউন্ডারকে রেখেই ২ ম্যাচ সিরিজের বাংলাদেশ দল ঘোষনা করেছিল বিসিবি। শুধু তাই নয় স্কোয়াডে সাকিবকে অধিনায়ক করেই দল ঘোষণা করেছিল বিসিবি। প্রশ্ন উঠেছে তাহলে স্কোয়াডে কেন সাকিব?
এই প্রসঙ্গে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেন, ‘শুনেছি এত স্বল্প সময়ে পুনর্বাসন প্রক্রিয়া সে (সাকিব) শেষও করতে পারবে না। অন্তত সাত দিন লাগবে। আশা করি, টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচটা খেলতে পারবে। যেহেতু সে বাংলাদেশ অধিনায়ক এই ফরম্যাটে; বাকিটা তার সেরে ওঠার ওপর নির্ভর করছে।’ নান্নু আরো যোগ করেন, ‘প্রথম ম্যাচে সাকিবের না খেলার ব্যাপারে প্রধান নির্বাচকের উক্তি, ‘১৫ তারিখে সাকিব যে খেলতে পারবে না, সেটা তো জানতামই। প্রথম টি-টোয়েন্টিতে তাকে পাচ্ছি না। তবে পরেরটিতে প্ল্যান আছে তাকে নিয়ে।’
তবে নান্নুর এমন বক্তব্যের একদিন পর সাকিব নিজেই জানালেন এই সিরিজে খেলার সম্ভাবনা দেখছেন না। চোটের কারণে টেস্ট সিরিজে না থাকলেও সাকিবের সম্ভাবনা তৈরি হয়েছিল টি-টোয়েন্টিতে ফেরার। তবে দুর্নীতি দমন কমিশনের শুভেচ্ছা দূত হিসেবে চুক্তি সাক্ষর অনুষ্ঠানে গতকাল সাকিব নিজেই তার না খেলার ইঙ্গিত দিলেন, ‘টি-টোয়েন্টি সিরিজে বোধহয় খেলার সম্ভাবনা নেই। কারণ ডাক্তার বলেছে পুরো ক্ষত সারতে আরও দুই সপ্তাহ লাগবে। সেরকম হলে আসলে তো খেলা হচ্ছে না। আশা করি দুই সপ্তাহের মধ্যে পুনর্বাসন করে শ্রীলঙ্কায় নিধাস কাপে খেলতে পারব।’
টেস্ট অধিনায়কত্ব ফিরে পাওয়ার প্রথম সিরিজটাই চোটের কারণে মিস করেছেন সাকিব। তার না থাকায় ভুগেছে দলও। ত্রিদেশীয় সিরিজের পর হেরেছে টেস্ট সিরিজও। তবে দলে না থাকলেও টি-টোয়েন্টিতে বাংলাদেশ ঘুরে দাঁড়াবে বলে মনে করেন সাকিব, ‘সবারই তো লক্ষ্য ছিল যে জেতার। কিন্তু ক্রিকেটে সবাই যেটা চায় সব সময় সেটা হয় না, এটাই স্বাভাবিক। তবে আমি খুবই আশাবাদি যে টি-টোয়েন্টিতে আমরা ঘুরে দাঁড়াবো এবং ভালো একটা ফল বের করতে পারব।’
শ্রীলঙ্কার বিপক্ষে ১৫ ফেব্রæয়ারি ঢাকায় প্রথম টি-টোয়েন্টিতে নামবে বাংলাদেশ। ১৮ ফেব্রæয়ারি সিলেটে দ্বিতীয় টি-টোয়েন্টি দিয়ে শেষ হবে শ্রীলঙ্কার বাংলাদেশ সফর।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সাকিব!
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ