Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংঘাত সৃষ্টিকারী কিছু করবেন না

ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর প্রতি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

| প্রকাশের সময় : ১২ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত সৃষ্টি হতে পারে এমন যেকোনো পদক্ষেপ থেকে বিরত থাকতে ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি আহবান জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সিরিয়ার বিভিন্ন অবস্থানে ইসরাইলি বিমান হামলার পর নেতানিয়াহুকে টেলিফোন করে এ আহবান জানান পুতিন। গত শনিবারের ওই টেলিফোন সংলাপে সিরিয়ার সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা হয় বলে রুশ প্রেসিডেন্টের আবাসিক দপ্তর ক্রেমলিন জানিয়েছে। ক্রেমলিন এক বিবৃতিতে বলেছে, “সিরিয়ার বিভিন্ন অবস্থানে ইসরাইলি বিমান বাহিনী যে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে সে ব্যাপারে পুতিন ও নেতানিয়াহু কথা বলেছেন।” বিব্রিতিতে বলা হয়, “টেলিফোনালাপে মধ্যপ্রাচ্যে নতুন করে ভয়াবহ সংঘাত বেঁধে যেতে পারে এমন যেকোনো পদক্ষেপ থেকে বিরত থাকতে রাশিয়ার পক্ষ থেকে আহŸান জানানো হয়।” ওদিকে নেতানিয়াহুর দপ্তর ওই টেলিফোন সংলাপ সম্পর্কে দাবি করেছে, তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সম্প্রতি কথা বলেছেন এবং এ সময় তেল আবিব ও মস্কো নিজেদের মধ্যে নিরাপত্তা সহযোগিতা অব্যাহত রাখতে সম্মত হয়েছে। গত শনিবার সিরিয়ার সেনাবাহিনী সেদেশের আকাশসীমা লঙ্ঘনকারী একটি ইসরাইলি এফ-১৬ জঙ্গিবিমানকে গুলি করে ভূপাতিত করে। এরপর ইহুদিবাদী সেনাবাহিনী দাবি করে, তারা সিরিয়ার বিভিন্ন সামরিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে। আরটি, পার্সটুডে।



 

Show all comments
  • ইয়াকুব ১২ ফেব্রুয়ারি, ২০১৮, ২:৫৬ এএম says : 0
    রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ধন্যবাদ
    Total Reply(0) Reply
  • MD.KANON SIKDER ১২ ফেব্রুয়ারি, ২০১৮, ২:৩৮ পিএম says : 0
    is rail be careful. u will destroy soon
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সংঘাত

১৮ জানুয়ারি, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ