Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গোদাগাড়ীতে ২ বাসের সংঘর্ষে চালক নিহত

গোদাগাড়ী (গোদাগাড়ী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১১ ফেব্রুয়ারি, ২০১৮, ১০:৫৮ এএম

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সারাংপুর এলাকায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে বিলাশ (২৭) নামে এক চালক নিহত হয়েছেন। একই সময় ১০ যাত্রী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রোববার (১১ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৭টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বিলাশ নাটোর জেলার গুরুদাশপুর উপজেলার খামানাশপুর গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে।রাজশাহীর গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আলতাফ হোসেন জানান, সকালে গোদাগাড়ী কলেজ থেকে একটু সামনে সারাংপুর বড় মসজিদের সামনে হানিফ এন্টারপ্রাইজ ও একতা পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই হানিফ পরিবহনের চালক বিলাশের মৃত্যু হয়। এ ঘটনায় ১০জন আহত হয়েছেন।
ওসি আলতাফ হোসেন আরও জানান, নিহত বিলাশের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া দূরপাল্লার বাস দু’টিকে জব্দ করা হয়েছে।
এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হবে বলেও জানান গোদাগাড়ী থানার এই পুলিশ কর্মকর্তা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক দুর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ