Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেবেন না ওপরা উইনফ্রি

| প্রকাশের সময় : ১১ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

টক শো উপস্থাপক ও টিভি চ্যানেল মালিক ওপরা উইনফ্রি আরেকবার নিশ্চিত করেছেন তিনি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেবেন না। এর আগে এই ব্যাপারে আভাস দিয়ে তিনি আলোচনার ঝড় তোলেন।
সা¤প্রতিক এক প্রতিবেদন থেকে জানা গেছে ব্রডওয়ে তারকা লিন-ম্যানুয়েল মিরেন্ডার সঙ্গে এক পডকাস্টে আলাপচারিতার সময় উইনফ্রি জানান তিনি নিশ্চিত করে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেবেন না।
মিরেন্ডা আলাপের এক পর্যায়ে বলেন তিনি রাজনীতিতে অংশ নেবেন না, এরপর উইনফ্রি বলেন, “আমিও না!”
গত গোল্ডেন গেøাব অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে উইনফ্রির চমকপ্রদ বক্তব্যের পর অনেকেই ধারণা করে নেয় ২০১০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে তিনি আরো কয়েকজন সেলিব্রিটির মত অংশ নেবেন।
এর আগে এক সাময়িকীকে দেয়া সাক্ষাতকারে তিনি বলেছিলেন, “আমি সবসময় জানি যে আমি কী করতে পারি আর কী পারি না। সুতরাং এই বিষয়টি আমাকে আকৃষ্ট করে না। এজন্য আমার ডিএনএ নেই।”



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রেসিডেন্ট

১৫ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ