Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারাদেশে বিএনপির বিক্ষোভ : পুলিশের লাঠিচার্জ দুই শতাধিক গ্রেফতার

| প্রকাশের সময় : ১০ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজার রায়ের প্রতিবাদে রাজধানীসহ সারাদেশে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। শান্তিপূর্ণভাবে প্রতিবাদ কর্মসূচি পালনকালে রাজধানীসহ সারাদেশের বিভিন্ন স্থানে বিএনপি নেতাকর্মীদের উপর লাঠিচার্জ করেছে পুলিশ।
রাজধানীসহ সারাদেশেই তিন হাজার ৮৫০ নেতাকর্মীকে পুলিশ গ্রেফতার করেছে বলে দাবি করেছে বিএনপিবিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কারাদন্ড দেওয়ার প্রতিবাদে সারাদেশে ঘোষিত বিক্ষোভ মিছিলের অংশ হিসেবে গতকাল দুপুরে জুম্মার নামাজের পর ঢাকায় বায়তুল মোকাররমের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে বিএনপি
মিছিলে নেতৃত্ব দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, যুবদলের সভাপতি সাইফুল আলম নিরব, সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবুসহ বিএনপির কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের নেতারা। মিছিলটি দৈনিক বাংলা, ফকিরাপুল, নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে হয়ে নাইটিঙ্গেল মোড়ে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিল চলাকালে কোন ধরণের অপ্রীতিকর কোন ঘটনা ঘটেনি। তবে মিছিল নাইটিঙ্গেল মোড়ে গিয়ে শেষ হওয়ার পরপরই পুলিশ কয়েকজন নেতাকর্মীকে গ্রেফতার করে বলে জানিয়েছে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী
শুরুতে মিছিলে লোকসংখ্যা কম থাকলেও মিছিলটি দৈনিকবাংলা মোড়ে আসতে আসতেই বাড়তে থাকে নেতাকর্মীদের সংখ্যা। মিছিল ফকিরাপুল থেকে নয়াপল্টনের দিকে পৌছালে নেতাকর্মীদের অংশগ্রহণে বিশাল এক মিছিলে রূপান্তরিত হয়। এর আগে দৈনিক বাংলা মোড় হয়ে ফকিরাপুল দিয়ে মিছিলটি নয়া পল্টনে বিএনপি কার্যালয়ের দিকে যাওয়ার সময় পুলিশের বাধার মুখে পড়ে। এ সময় মিছিলকারীদের অনেকেই বিভিন্ন গলিতে ঢুকে যান। তবে অল্প সময়ের মধ্যেই আবারও তারা জড়ো হয়ে নতুন করে মিছিল শুরু করেন। এসময় মিছিলে বিএনপির কেন্দ্রীয় নেতা আবদুল হাই, সালাহউদ্দিন আহমেদ, মোস্তাফিজুর রহমান বাবুল, কাজী আবুল বাশার, এড. আবদুস সালাম আজাদ, শহীদুল ইসলাম বাবুল, নেওয়াজ আলী নেওয়াজ, খান রবিউল ইসলাম রবি, যুব যুবদল নেতা মোরতাজুল করীম বাদুরু, নুরুল ইসলাম নয়ন, গোলাম মাওলা শাহিন, স্বেচ্ছাসেবক দল নেতা সাইফুল ইসলাম ফিরোজ ও এসএম জিলানিকেও মিছিলে দেখা যায়।
মিছিল থেকে ‘খালেদা জিয়ার মুক্তি চাই, মুক্তি চাই’, ‘খালেদা জিয়ার কিছু হলে জ্বলবে আগুন সারাদেশে’, ‘আমার নেত্রী আমার মা বন্দি হতে দেবো না’, ‘জেলের তালা ভাঙব, খালেদা জিয়াকে আনব’, ‘খালেদা জিয়া জেলে কেন, সরকার জবাব চাই’ ইত্যাদি ¯েøাগান দিয়ে মিছিলটি যখন বিএনপি কার্যালয়ের সামনে দিয়ে যাচ্ছিল, ওপরে ব্যালকনি থেকে হাততালি দিয়ে তাদের সমর্থন দিতে দেখা যায় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে। বিএনপি কার্যালয়ের সামনে এই প্রতিবাদের মিছিল বেশ বড় আকার পায়। পুলিশ সদস্যদের পেছনে রেখে কয়েকশ বিএনপিকর্মীর ওই মিছিল নাইটিঙ্গেল মোড়ের দিকে এগোতে থাকে। এক পর্যায়ে সামনে থেকে পুলিশের আরেকটি দল এগিয়ে এলে সংঘাত এড়াতে মিছিলকারীরা নাইটিঙ্গেল মোড়ের আগেই একটি গলির মধ্যে ঢুকে পড়েন আর তখনই পেছনের পুলিশ সদস্যরা বাঁশি বাজাতে বাজাতে লাঠি হাতে তেড়ে যান। পুলিশের একটি সাঁজোয়া যানও তখন রাস্তায় ছিল।
মতিঝিল জোনের পুলিশের এডিসি শিবলী নোমান বলেন, যেহেতু গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় মিছিল বিক্ষোভ করার অধিকার মানুষের রয়েছে, তারা যে মিছিল করেছে, তাদের শান্তিপূর্ণ অবস্থানের জন্য মিছিলে সহযোগিতা দেওয়া হয়েছে। শান্তিপূর্ণ মিছিলের শেষ দিকে পুলিশের ধাওয়ার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে শিবলী নোমান বলেন, মিছিলকারীরা যেহেতু গলিতে ঢুকে পড়েছিল, সেখানে যেহেতু বাসা-বাড়ি আছে, সে কারণে হয়ত পুলিশ সেখানে গেছে।
দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা, ভুয়া ও জাল নথি’র মাধ্যমে সাজানো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলায় প্রতিহিংসার বিচারের রায়ে বেগম খালেদা জিয়াকে সাজা দিয়ে কারাগারে পাঠানোর প্রতিবাদে বিএনপির দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচিতে নেমে আসে সরকারের আইন শৃঙ্খলা বাহিনী ও সরকারদলীয় সন্ত্রাসীদের আক্রমণ। পাইকারী হারে গ্রেফতার করা হয় বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের। বিক্ষোভ কর্মসূচিতে বিভিন্ন পথে, মোড়ে আক্রমণ, নির্বিচারে গুলিবর্ষণ, ভাংচুর, লাঠিচার্জের মাধ্যমে বেপরোয়াভাবে মিছিলে বাধা দেয়া হয়। সারাদেশ থেকে গ্রেফতারকৃত নেতাকর্মীর সংখ্যা কমপক্ষে তিন হাজার ৮৫০ জন বলেও জানান তিনি।
এদিকে খালেদা জিয়া এবং তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা, ভুয়া ও জাল নথি’র মাধ্যমে সাজানো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলায় সাজা প্রদানের প্রতিবাদে ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গতকাল ঢাকা মহানগর উত্তর বিএনপি’র উদ্যেগে মহানগরের থানায় থানায় বিক্ষোভ মিছিল করে। এর মধ্যে বাড্ডা থানা বিএনপি লিংক রোড থেকে সুবাস্তু টাওয়ার পর্যন্ত মিছিলে নেতৃত্ব দেন উত্তর বিএনপির যুগ্ম সম্পাদক এজিএম শামসুল হক, যুবদল উত্তরের সভাপতি এস এম জাহাঙ্গীর, ছাত্রদল উত্তরের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন রুবেলসহ বিপুল সংখ্যক নেতাকর্মী। পল্লবী থানার মিছিল কমিশনার মোঃ সাজ্জাদ ও বুলবুল মল্লিকের নেতৃত্বে, তেজগাঁও থানার মিছিল এল রহমানের নেতৃত্বে বিজয় স্মরণী সড়কে অনুষ্ঠিত হয়। শেরে বাংলা নগর থানা বিএনপির মিছিল স্কয়ার হাসপাতালের সামনে থেকে শুরু হয়ে সমরিতা হাসপাতালের সামনে গিয়ে পুলিশি বাঁধায় পন্ড হয়ে যায়। মোহাম্মদপুর বিএনপির বিক্ষোভ মিছিল উত্তর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক সোহেল রহমানের নেতৃত্বে মোহাম্মদপুর টাউন হল থেকে শুরু হয়ে আসাদ গেটে গিয়ে শেষ হয়। মিছিল দু’জন বিএনপি কর্মীকে গ্রেফতার করে নিয়ে যায় পুলিশ। রামপুরা বিএনপির মিছিল উত্তর বিএনপির যুগ্ম সম্পাদক সাইফুর রহমান মিহিরের নেতৃত্বে অনুষ্ঠিত হয়। রূপনগর বিএনপির মিছিল রূপনগর আবাসিক এলাকা থেকে শুরু হয়ে দুয়ারী পাড়া গিয়ে শেষ হয়। উত্তরখান থানা বিএনপির মিছিল বেপারী রোড থেকে শুরু হয়ে চৌরাস্তা গিয়ে পুলিশী বাধায় পন্ড হয়ে যায়। বিমানবন্দর বিএনপির মিছিল উত্তর বিএনপির যুগ্ম সম্পাদক মোঃ নাসির উদ্দিনের নেতৃত্বে বিমানবন্দর বাজার থেকে শুরু করে চৌরাস্তায় গিয়ে শেষ হয়। উত্তরা পূর্ব থানা বিএনপির বিক্ষোভ মিছিল ডি.পি.এস স্কুলের সামনে থেকে শুরু হয়ে রাজউক স্কুলের সামনে এসে শেষ হয়। উত্তরা পূর্ব থানার আরেকটি মিছিল উত্তরা ৪নং সেক্টর থেকে শুরু হয়ে কিছুদূর অগ্রসর হলে মিছিলটি পুলিশী বাঁধায় পন্ড হয়ে যায়। উত্তরা পশ্চিম থানার মিছিল আবদুল্লাহপুর থেকে শুরু হয়ে ১০ নম্বর সেক্টরে এসে শেষ হয়। একইভাবে উত্তরা পশ্চিম থানা আরও কয়েকটি মিছিল করে। মিরপুর বিএনপির বিক্ষোভ মিছিল এস.এ ছিদ্দিক সাজু ও দেলোয়ার হোসেন দুলুর নেতৃত্বে প্রশিকা ভবনের সামনে থেকে শুরু করতে গেলে পুলিশী বাঁধায় তা পন্ড হয়ে যায়। দারুস সালাম বিএনপির মিছিল উত্তর বিএনপির সহ-সভাপতি মোঃ মাসুদ খানের নেতৃত্বে দিয়াবাড়ি বাসষ্ট্যান্ড থেকে মাজার রোডে এসে শেষ হয়। ভাষানটেকের মিছিল কচুক্ষেত বাজার এর সামনে থেকে শুরু করতে গেলে পুলিশী বাঁধায় মিছিলটি পন্ড হয়ে যায়। মিছিল থেকে একজনকে গ্রেফতার করে নিয়ে যায়। দক্ষিণখান থানা বিএনপির বিক্ষোভ মিছিল হাজী ক্যাম্প থেকে শুরু হয়ে বিমান বন্দর ষ্টেশনের নিকট আসলে পুলিশি বাঁধায় পন্ড হয়ে যায়। তুরাগ থানা বিএনপির মিছিল আবু তাহের খান আবুলের নেতৃত্বে অনুষ্ঠিত হয়। শাহ আলী বিএনপি উত্তরের সহ-সভাপতি ফেরদৌসি আহমেদ মিষ্টির নেতৃত্বে চিড়িয়াখানা রোডে মিছিল অনুষ্ঠিত হয়। খিলক্ষেত, কাফরুল, মিরপুর থানা বিএনপি’র একটি মিছিল বিএনপি নেতা আবুল হোসেন আব্দুল এর নেতৃত্বে অনুষ্ঠিত হয়।
খালেদা জিয়ার মুক্তি দাবি: ২০ দলীয় জোটনেত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে মিথ্যা ও হয়রানী মূলক মামলায় প্রহসনের রায়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জোটের অন্যতম শরিক বাংলাদেশ লেবার পার্টি। গতকাল এক বিবৃতিতে দলের চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান ও ভারপ্রাপ্ত মহাসচিব প্রকৌশলী মোঃ ফরিদ উদ্দিন, ঢাকা উত্তর মহানগর লেবার পার্টির সভাপতি এস এম ইউসুফ আলী ও সাধারণ সম্পাদক মোঃ আরিফ সরকার, ঢাকা মহানগর দক্ষিণ লেবার পার্টির আহবায়ক মাওলানা আনোয়ার হোসাইন ও সদস্য সচিব এস এম সালাউদ্দিন একযুক্ত বিবৃতিতে বলেন, সরকার দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে রাজনৈতিক ভাবে মোকাবেলা করতে না পেরে মিথ্যা ও হয়রানীমূলক মামলায় রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে প্রতিহিংসার রায় দিয়ে কারান্তরীণ করেছে। একদলীয় দুঃশাসন, দুর্নীতি ও দুবৃত্তায়ন দীর্ঘায়িত করতে বিরোধীদল নির্মূল অভিযান চালাচ্ছে অবৈধ ভোটার বিহীন দখলদার শেখ হাসিনার সরকার। নেতৃবৃন্দ বলেন, অবৈধ সরকারের অবৈধ আদালতের অবৈধ রায় দেশে আপাময় জনসাধারণ ঘৃনাভরে প্রত্যাখান করেছে। নেতৃবৃন্দ সকল ষড়যন্ত্র ও চক্রান্ত পরিহার করে বেগম খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সকল মিথ্যা ও ভিত্তিহীন মামলা প্রত্যাহারের আহবান জানান।
এছাড়াও বাদ জুমা দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ করেছে বিএনপি। এতে বিভিন্ন স্থানে ব্যাপক ধরপাকড় ও সংঘর্ষের খবর পাওয়া গেছে।
চট্টগ্রাম ব্যুরো জানায়, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে সাজা দেয়ার প্রতিবাদ ও মুক্তির দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। মহানগরীর বিভিন্ন থানা এবং জেলার উপজেলা পর্যায়ে মিছিল সমাবেশ করে বিএনপি ও তাদের অঙ্গ সংগঠন। সমাবেশে বক্তাগণ বলেন, খালেদা জিয়াকে আবারও প্রধানমন্ত্রী করে এই অপমানের প্রতিশোধ নেয়া হবে। সাজানো মামলায় সাজানো রায়ের দাঁতভাঙ্গা জবাব দেয়া হবে। নগরীর দোস্ত বিল্ডিং এলাকায় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির এক সমাবেশে জেলা সভাপতি সাবেক প্রতিমন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী বলেন, তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন, দেশনেত্রী বেগম খালাদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলায় সাজা দিয়ে গণতন্ত্র রক্ষার আন্দোলন নস্যাৎ করা যাবে না। দলের সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম বলেন, আমাদের নেত্রী কোনো এতিমের টাকা মেরে খাননি। আপনার নির্দেশে এই সাজা দেয়া হয়েছে। নগর বিএনপিসাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেন, বেগম জিয়াকে জেলে পাঠিয়ে সরকার গণতন্ত্রকে জেলে পাঠিয়েছে। এদিকে, রায়ের প্রতিবাদে সমাবেশ থেকে গ্রেফতার মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেনসহ ১৯ নেতাকর্মীকে গতকাল (শুক্রবার) কারাগারে প্রেরণ করা হয়েছে। পুলিশের উপর হামলা ও সন্ত্রাস বিরোধী আইনে দুটি মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে বিকেলে আদালতে তোলা হয়। ওই দুই মামলায় নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন, সহ-সভাপতি আবু সুফিয়ান ও সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্করসহ ৪৯ জনকে আসামি করা হয়েছে। বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দিন ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিষ্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেনসহ গ্রেফতারকৃত নেতাকর্মীদের মু্িক্ত দাবি করেছেন।
বিশেষ সংবাদদাতা , বগুড়া থেকে জানান, বগুড়ায় কর্মসূচী শুরুর আগে পুলিশের লাঠিচার্জে কমপক্ষে ১০জন আহত হয়েছে। আইন শৃংখলাবাহিনীর তিন স্তরের নিরাপত্তা বলয়ের মধ্যে কর্মসূচিতে যোগ দিতে নেতাকর্মীরা শহরের নবাববাড়ী রোডের জেলা কার্যালয়ে আসতে থাকে। এ সময় পুলিশ লাঠিচার্জ করে। এসময় তারা ছত্রভঙ্গ হয়ে যায়। জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বগুড়া জেলা সভাপতি ভিপি সাইফুল ইসলামের নেতৃত্বে দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়।
খুলনা ব্যুরো জানায়, খুলনা মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জুসহ ২৮ নেতার নাম উল্লেখপূর্বক অজ্ঞাত আরও ৬০-৭০ জনকে আসামি করে নাশকতার মামলা দায়ের করা হয়েছে।
বিশেষ সংবাদদাতা, ময়মনসিংহ থেকে জানান, ময়মনসিংহে কেন্দ্র ঘোষিত বিক্ষোভ মিছিল করতে গিয়ে আটক হয়েছেন দক্ষিণ জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদসহ ৮ বিএনপি নেতা। কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম ইনকিলাবকে এ তথ্য নিশ্চিত করেন। এদিকে, ময়মনসিংহ নগরীতে দক্ষিণ জেলা বিএনপি’ বিক্ষোভ মিছিল বের হয়। এ সময় পুলিশ ২৩ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে।
রাজশাহী ব্যুরো জানায়, কড়া পুলিশ র‌্যাব বিজিবি বেষ্টনীর মধ্যদিয়ে গতকাল দুপুরে রাজশাহী মহানগর বিএনপি বিক্ষোভ সমাবেশ করেছে। জুম্মার নামাজের পর সোনাদিঘী মসজিদের সামনে থেকে মিছিল নিয়ে সিটি মেয়র মো: মোসাদ্দেক হোসেন বুলবুল, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক মেয়র মিজানুর রহমান মিনু ও নগর বিএনপির সেক্রেটারী এ্যাড, শফিকুল হক মিলন। অন্যদিকে, বেগম খালেদা জিয়াকে সশ্রম কারাদন্ডে দন্ডিত করে কারাগারে নিক্ষেপের ঘটনায় গভীর উদ্বেগ ও হতাশা প্রকাশ করে এবং এ ঘটনায় সরকারী প্রতিহিংসার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশী জাতীয়তাবাদ ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী শিক্ষক গ্রæপ সাদা দলের শিক্ষকবৃন্দ। অন্যদিকে, সন্ধ্যায় নিউ মার্কেট এলাকা থেকে দুইজন আটক করেছে পুলিশ।
সিলেট ব্যুরো জানায়, সিলেট জেলা ও মহানগর বিএনপি বিশাল বিক্ষোভ মিছিল । একই ঘটনার প্রতিবাদে সিলেটে স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে। এদিকে, পুলিশ ও আওয়ামী লীগের সাথে বিএনপি-ছাত্রদলের সংঘর্ষের ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় বিএনপি-ছাত্রদলের প্রায় ২শ’ নেতাকর্মীকে আসামি করা হয়েছে। ওসি গৌছুল জানিয়েছেন, পুলিশের দায়ের করা মামলায় ৪৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১৫০ জনকে আসামি করা হয়েছে।
নোয়াখালী ব্যুরো জানায়, নোয়াখালী পৌরসভার সোনাপুর বাজারে বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বাদ জুমা সোনাপুর জিরো পয়েন্ট থেকে মিছিলটি সোনাপুর কলেজ মোড় গিয়ে শেষ হয়। এসময় কয়েকটি ককটেলের বিস্ফোরন ঘটে। পুলিশ মিছিল থেকে তিনজনকে আটক করে।
দিনাজপুর অফিস জানায়, দিনাজপুরে ব্যাপক নিরাপত্তা বলয় তৈরী করা হয়। মসজিদের সামনে পুলিশি অবস্থানের পাশাপাশি শহরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিবি, পুলিশ টহল দেয়া হয়। পুলিশে বাধার পন্ড হয় বিক্ষোভ মিছিল। আটক করা হয় ৩ জনকে ।
স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ থেকে জানান, নারায়ণগঞ্জ জেলা বিএনপি বিক্ষোভ মিছিল করেছে। এদিকে, বিএনপি চেয়ারপার্শনের উপদেষ্টা এড.তৈমূর আলম খন্দকার এক বিবৃতিতে বলেছেন সেইদিন বেশী দূরে নয়, যেদিন শেয়ার মার্কেট ও ব্যাংক লুট এবং ১৪ হাজার কোটি টাকা পাচারের দায়ে জড়িতদের জনতার আদালতে বিচার করা হবে ।
স্টাফ রিপোর্টার,নরসিংদী থেকে জানান, নরসিংদী জেলা বিএনপি বিক্ষোভ প্রর্দশন করেছে। বিক্ষোভে সংক্ষিপ্ত বক্তৃতায় বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেন, বেগম খালেদা জিয়াকে কারগারে রেখে দেশে একদলীয় রাজনীতির করার স্বপ্ন জনগণ কখনই বাস্তবায়িত হতে দিবে না।
নাটোর জেলা সংবাদদাতা জানান, ‘আমার নেত্রী আমার মা, জেলে যেতে দেব না’ শ্লোগান সম্বলিত ব্যানার হাতে পৃথক দু’টি বিক্ষোভ মিছিল করে নাটোর জেলা বিএনপি
নেত্রকোনা জেলা সংবাদদাতা জানান, জেলা ছাত্রদলের নেতাকর্মীরা জেলা শহরের কুরপাড়ে ঝটিকা মিছিল করেছে। এদিকে, ৩শতাধিক বিএনপির নেতাকর্মীকে আসামী করে পৃথক পৃথক থানায় ৫টি মামলা দায়ের করেছে। আটক করা হয় ১৪ নেতাকর্মীকে।
নওগাঁ জেলা সংবাদদাতা জানান, পুরাতন কালেকটরেট চত্বরের সামনে থেকে জেলা বিএনপির বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ বাধা দেয়। পরে শহরের কেডির মোড় বিএনপির দলীয় কার্যালয়ের সামনে পুলিশ বেষ্টনির মধ্যে সংক্ষিপ্ত সমাবেশ করে।
কিশোরগঞ্জ জেলা সংবাদদাতা জানান, কিশোরগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশ লাঠিচার্জ করেছে। এ সময় মিছিল থেকে জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. জালাল মো: গাউসসহ জেলা বিএনপির ১৫জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এসময় লাঠিচার্জে অন্তত ৫জন আহত হয়েছে।
ল²ীপুর সংবাদদাতা জানান, ল²ীপুরে রায়পুরে বিক্ষোভ মিছিল করছে বিএনপির নেতাকর্মীরা। গ্রেপ্তার করা হয়েছে তিন নেতাকর্মীকে । এছাড়া ল²ীপুর সদর, চন্দ্রগঞ্জ, রায়পুর, কমলনগর, রামগতি ও রামগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরো আরো ২৭ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়।
মাদারীপুর জেলা সংবাদদাতা জানান, মাদারীপুরে গতকাল শুক্রবার জুমুআর নামাজের পরে বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপি’র নেতৃবৃন্দ।
হবিগঞ্জ জেলা সংবাদদাতা জানান, হবিগঞ্জে পুলিশের ব্যারিকেড ও বাধার মুখে বিএনপির বিক্ষোভ মিছিল শহরে বের হতে পারেনি। এ সময় পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের ব্যাপক বাকবিতন্ডা সৃষ্টি হয়। এদিকে, হামলা ও ভাংচুরের ঘটনায় বিএনপি ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে ৪ থানায় দায়ের করা পাঁচ মামলায় ৮শ জনকে আসামী করা হয়েছে।
জয়পুরহাট জেলা সংবাদদাতা জানান, বিএনপির কার্যালয় থেকে বিএনপি’র প্রতিবাদ মিছিল বাধা দিয়েছে পুলিশ । রাতে ৪ জন বিএনপি নেতা কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ,
ফরিদপুর জেলা সংবাদদাতা জানান, আইনশৃঙ্খলা বাহিনীর বাধায় ফরিদপুরে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির ঘোষণা অনুযায়ী কোনো কর্মসূচি পালন করতে পারেনি জেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠন।
গাজীপুর জেলা সংবাদদাতা জানান, উপজেলা বিএনপিসাধারণ সম্পাদক জিএস সুরুজ আহম্মেদ এর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়।
ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা জানান, ব্রাহ্মণবাড়িয়ায় জেলা বিএনপি ও এর অংগ সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
চাঁদপুর জেলা সংবাদদাতা জানান, চাঁদপুরে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করতে চাইলেও পুলিশের বাধায় পন্ড হয়ে যায়। জেলা বিএনপির আহŸায়ক শেখ ফরিদ আহমেদ মানিকের নেতৃত্বে নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেন। এ সময় পুলিশ বাধা দেয়। গত ২৪ ঘণ্টায় চাঁদপুরের বিভিন্ন স্থান থেকে বিএনপির ৩১ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
বরুড়া(কুমিল্লা) উপজেলা সংবাদদাতা জানান, কুমিল্লার বরুড়ায় গতকাল পুলিশের বাধার মুখে বিএনপির মিছিল পন্ড হয়ে যায়। এ সময় পুলিশ লাঠি চার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করে।
ভালুকা (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা জানান, ময়মনসিংহের ভালুকা উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ পৌরসভার বিভিন্ন সড়কে খন্ড খন্ড বিক্ষোভ মিছিল করে। ভালুকা বাজার পাঁচ রাস্থার মোড় এলাকায় মিছিল থেকে পুলিশ ৪ জনকে আটক করেছে।
বিরল ( দিনাজপুর ) উপজেলা সংবাদদাতা জানান, দিনাজপুরের বিরলে বিএনপি’র কেন্দ্র ঘোষিত বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেয়ার পূর্বমুহুর্তে বিরল থানার অফিসার ইনচার্জ আব্দুল মজিদ এর নেতৃত্বে পুলিশ ফোর্স বিএনপি’র থানা কমিটির সভাপতিসহ ৭জন নেতাকে আটক করেছে।
চাটখিল (নোয়াখালী) উপজেলা সংবাদদাতা জানান, চাটখিল কেন্দ্রীয় মসজিদের প্রাঙ্গন থেকে বিএনপি’র বিক্ষোভ মিছিল বের হলে পুলিশ বাধা দেয়। এতে বিক্ষোভ মিছিলটি পন্ড হয়ে যায়।
গৌরীপুর (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা জানান, ময়মনসিংহ গৌরীপুরে বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল করেছে নেতাকর্মীরা ।
কেরানীগঞ্জ (ঢাকা) উপজেলা সংবাদদাতা জানান, ঢাকার কেরানীগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে মডেল উপজেলা ও উপজেলা দক্ষিন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা
মির্জাপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা জানান, টাঙ্গাইলের মির্জাপুরে পুলিশের বাধার কারণে বিক্ষোভ মিছিল করতে পারেনি বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
ফুলবাড়ী (দিনাজপুর) উপজেলা সংবাদদাতা জানান, দিনাজপুরের ফুলবাড়ীতে নিমতলা মোড়ের বিএনপি অফিস থেকে বিকেল ৫টায় নেতাকর্মীরা মিছিল বের করতে চাইলে পুলিশের বাধায় ব্যাপক উত্তেজনা দেখা দেয়। এসময় পুলিশ লাঠি চার্জসহ ব্যাপক ধস্তাধস্তি করে মিছিল ভন্ডুল করে দেয়।
গোয়ালন্দ ( রাজবাড়ী) উপজেলা সংবাদদাতা জানান, রাজবাড়ীতে পথসভা করেছে জেলা বিএনপি ও এর অংগ সংগঠন। অপর দিকে রাজবাড়ীর সিনিয়ার সহকারী পুলিশ সুপার আছাদুজ্জামান জানান, গত ২৪ ঘন্টায় রাজবাড়ী থেকে ২৭ জনকে আটক করেছে পুলিশ।
রুপগঞ্জ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা জানান, রূপগঞ্জ উপজেলার বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল কর্মসূচিতে পুলিশ লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়।
সরিষাবাড়ী (জামালপুর) উপজেলা সংবাদদাতা জানান, জামালপুরের সরিষাবাড়ীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
সিদ্ধিরগঞ্জ ( না:গঞ্জ) সংবাদদাতা জানান, নারায়ণগঞ্জ জেলা বিএনপি বিক্ষোভ মিছিল করেছে।
শ্রীপুর (গাজীপুর) উপজেলা সংবাদদাতা জানান, গাজীপুরের শ্রীপুরে জুম্মার নামাজের পর বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।



 

Show all comments
  • গনতন্ত্র ১০ ফেব্রুয়ারি, ২০১৮, ৩:০৫ এএম says : 0
    সময়ে এই পুলিশই উল্টো পিটাবে, তার অর্থ রাজনিতির অপর নাম পুলিশের লাঠি পিটা । নিজেদের মান-সন্মান নিজেরাই নামাচ্ছেন । থুথু উপর দিকে দেওয়ার আগে ভাবতে হয়।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিএনপি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ