Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আলোচনায় রোহিঙ্গা প্রত্যাবাসন রোডম্যাপ

মালদ্বীপের চলমান রাজনৈতিক সঙ্কট নিয়ে মোদী-ট্রাম্প ফোনালাপ

| প্রকাশের সময় : ১০ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : মালদ্বীপের চলমান রাজনৈতিক সঙ্কট নিয়ে ফোনালাপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এসময় তাদের আলোচনায় মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে বাস্তুচ্যুত হয়ে আশ্রয় নেয়া রোহিঙ্গা প্রসঙ্গটিও ওঠে আসে। ফোনালাপে মালদ্বীপের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তারা। এমন পরিস্থিতিতে সেখানে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠার প্রতি জোর দিয়েছেন দু’নেতা। গত বৃহস্পতিবার সন্ধ্যায় হোয়াইট হাউসের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়েছে। হোয়াইট হাউসের তরফ থেকে জানানো হয়, বৃহস্পতিবার সন্ধ্যায় মালদ্বীপের রাজনৈতিক সঙ্কট এবং অন্যান্য ইস্যু নিয়ে ফোনে আলাপ করেছেন এই দুই নেতা। তারা ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিরাপত্তা এবং সমৃদ্ধি বৃদ্ধি করতে একত্রে কাজ করার অঙ্গীকারও ব্যক্ত করেছেন। বিবৃতিতে বলা হয়, বৌদ্ধ অধ্যুষিত মিয়ানমার থেকে পালিয়ে আসা ছয় লাখ ৮০ হাজার রোহিঙ্গার প্রত্যাবাসনের বিষয় নিয়ে কথা বলেছেন ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের দুই নেতা। রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার বিষয়ে রোডম্যাপ নিয়েও কথা বলেন তারা। তবে হোয়াইট হাউসের বিবৃতিতে জানানো হয়, রোহিঙ্গাদের নিজ দেশে ফিরে যাওয়ার জন্যে এটা ‘সঠিক সময় নয়’ বলে বিশ্বাস করে মার্কিন যুক্তরাষ্ট্র। সম্প্রতি মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদসহ নয় রাজবন্দীর মুক্তির নির্দেশ দেন দেশটির সুপ্রিম কোর্ট। কিন্তু ওই রাজবন্দীদের মুক্তির আদেশ প্রত্যাখ্যান করেন বর্তমান প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিন। তিনি দেশে জরুরি অবস্থা জারি করেন। ফলে দেশে নতুন করে রাজনৈতিক অস্থিতিশীলতা শুরু হয়। এরই পরিপ্রেক্ষিতে দেশটির সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ বন্ধুরাষ্ট্র ভারতের প্রতি সেখানে সেনা পাঠানোর আহ্বান জানান। বর্তমানে শ্রীলঙ্কায় নির্বাসনে থাকা নাশিদ ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনকে বন্দিদের মুক্ত করতে মালদ্বীপকে অর্থনৈতিক চাপে ফেলার আহ্বানও জানান। যদিও মালদ্বীপে বিপুল বিনিয়োগ থাকা চীনের সরকার নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম সেখানে ভারতের সেনা হস্তক্ষেপের ব্যাপারে চূড়ান্ত সতর্ক করে দিয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ অবস্থায় দেশটির গণতন্ত্র ও আইনের শাসনের ওপর জোর দেন। এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রোহিঙ্গা

১৮ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ