Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রোহিঙ্গা নির্যাতন থামেনি : অ্যামনেস্টি

অপহৃত শিশু, নারী ও পুরুষদের ইচ্ছাকৃতভাবে অনাহারে রাখা হয়েছে

| প্রকাশের সময় : ৯ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : মানবাধিকার বিষয়ক আন্তর্জাতিক সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, মিয়ানমার কর্তৃপক্ষ রোহিঙ্গা শিশু, নারী ও পুরুষদের অপহরণ করেছে। ইচ্ছাকৃতভাবে তাদেরকে অনাহারে রাখা হয়েছে। সব কেড়ে নেয়া হয়েছে তাদের। এর মধ্য দিয়ে এতটাই অসহনীয় পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে যাতে জীবন ধারণ কঠিন হয়ে পড়ে এবং তাতে সংখ্যালঘু এ স¤প্রদায়টি দেশ ছাড়তে বাধ্য হয়। গত বুধবার সংগঠনটি এ বিষয়ে এক ব্রিফিংয়ে এসব অভিযোগ করেছে। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। এতে বলা হয়েছে, মিয়ানমারে রোহিঙ্গা জাতি নিধন অব্যাহত আছে। ২৫ শে আগস্ট সৃষ্ট সহিংসতার পর রাখাইনের উত্তরাঞ্চল থেকে কমপক্ষে ৬ লাখ ৯০ হাজার রোহিঙ্গা পালিয়ে চলে আসতে বাধ্য হয়েছে। অ্যামনেস্টি বলেছে, পালিয়ে আসার সময় চেকপয়েন্টগুলোতে রোহিঙ্গাদের সব কিছু কেড়ে নিয়েছে নিরাপত্তা রক্ষাকারীরা। রোহিঙ্গারা বলছেন, দেশ ছেড়ে এখন তাদের আসার প্রধান কারণ হলো খাদ্যের সঙ্কট। দিলদার বেগম (৩০) নামের এক রোহিঙ্গা বলেছেন, রাখাইনে আমরা খাবার পাচ্ছিলাম না। তাই পালিয়ে এসেছি। অ্যামনেস্টি বলেছে, মিয়ানমারের নিরাপত্তা রক্ষাকারীরা রোহিঙ্গাদেরকে তাদের ধান ক্ষেত, মার্কেটে যেতে দেয় না। তাদেরকে মানবিক সহায়তা পাওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে তারা। ১১ জন রোহিঙ্গা পুরুষ ও ৮ জন নারীর সঙ্গে সাক্ষাতকারের ভিত্তিতে এসব কথা বলেছে অ্যামনেস্টি। আল-জাজিরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রোহিঙ্গা

১৮ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ