Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে পুলিশের সাথে সংঘর্ষ, নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাতসহ আটক ১০

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৮ ফেব্রুয়ারি, ২০১৮, ২:১৯ পিএম

পুলিশের সাথে সংঘর্ষের পর চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেনসহ অন্তত ১০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর পৌনে দুই টায় এই সংঘর্ষ হয়। পুলিশ দাবি করেছে নাসিমন ভবনের দলীয় কার্যালয়ের সামনের সড়কে মিছিলে বাধা দেয়ার পর বিএনপির কর্মীরা পুলিশের উপর ইটপাটকেল ছুঁড়েছে। এসময় পুলিশ দশজনকে আটক করে। প্রত্যক্ষদর্শীরা জানায়, পুলিশের লাঠিচার্জে সেখানে অনেক বিএনপি নেতাকর্মী আহত হয়েছেন। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রায়কে ঘিরে নাসিমনভবনের দলীয় কার্যালয় চত্বরে নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেনের নেতৃত্বে সকাল থেকে নেতাকর্মীরা অবস্থান নেন। বেলা বাড়তে বাড়ে মানুষের উপস্থিতি। আর তাতে বাধা দেয়া পুলিশ। দলীয় কার্যালয়মুখি নেতাকর্মীদের ঠেকাতে কাজির দেউড়ি ও লাভলেন মোড়ে পুলিশ অবস্থান নিয়ে নেতাকর্মীদের ফিরিয়ে দেয় তারা। পুলিশের বাধা উপেক্ষা করে বিপুল সংখ্যক নেতাকর্মী দলীয় কার্যালয় এলাকায় চলে আসেন। দুপুরে সেখান থেকে সড়কে এসে মিছিল করতে চাইলে পুলিশ তাতে লাঠিচার্জ করে। পুলিশ তাদের নাসিমনভবনের মাঠে ঢুকিয়ে দেয়। এসময় উত্তেজিত কর্মীদের কেউ কেউ ভেতর থেকে পুলিশকে লক্ষ্য করে ইট ছুঁড়ে মারলে পুলিশ আরও মারমুখি হয়ে ব্যাপক লাঠিচার্জ ও ধরপাকড় শুরু করে। একই সময়ে নাসিমনভবনের আশপাশেও পুলিশের সাথে কর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। আটকের পর নেতাদের প্রিজনভ্যানে তুলে নিয়ে যায় পুলিশ। সেখানে এখনও বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। বিএনপির কর্মীরাও এলাকায় অবস্থান নিয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সংঘর্ষ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ