Inqilab Logo

শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

তাহলে রাজ্জাক ‘ফিরছেন’!

| প্রকাশের সময় : ৮ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : প্রায় চার বছর পর হুট করে চট্টগ্রাম টেস্টের আগে ডাকা হয়েছিল আব্দুর রাজ্জাককে। কিন্তু ম্যাচের দিন দেখা গেল একাদশে নেই, তার হাত থেকেই ক্যাপ পরে অভিষেক হয় সানজামুল ইসলামের। কিন্তু অভিষিক্ত সানজামুল ছিলেন বিবর্ণ। ১ উইকেট পেতে খরচ করেছেন ১৭৭ রান। দ্বিতীয় টেস্টের দল থেকে তাই তাকে বাদ দেওয়া হলেও রেখে দেওয়া হয় রাজ্জাককে। অধিনায়ক জানালেন একাদশেও বেশ ভালো বিবেচনায় আছেন এই বাঁহাতি স্পিনার।
চট্টগ্রাম টেস্টে এক ইনিংসই বল করার সুযোগ পেয়েছিলেন সানজামুল। ৪৫ ওভার বল করে ১৫৩ রান দিয়ে পেয়েছেন একটাই উইকেট। ওদিকে স্কোয়াডে থাকলেও টেস্ট শুরুর পর রাজ্জাককে ফেরত পাঠিয়ে দেওয়া হয় ঢাকায়। সানজামুলের ব্যর্থতায় ফের শরণ রাজ্জাকের। মাহমুদউল্লাহ জানালেন একাদশেও দেখা যেতে পারে তাকে, ‘উনি (রাজ্জাক) বেশ ভালো বিবেচনায় আছেন খেলার জন্য। তারপরও আমরা একাদশ চূড়ান্ত করিনি। টিম ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলে চূড়ান্ত করব।’
রাজ্জাক সর্বশেষ টেস্ট খেলেছিলেন ২০১৪ সালের ফেব্রæয়ারিতে। চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে সেবার তেমন কিছু করতে না পারায় আর ডাক পড়েনি। এমনিতে সাদা পোশাকের চেয়ে রঙিন পোশাকেই উজ্জ্বল রাজ্জাক স¤প্রতি প্রথম শ্রেণিতে পেয়েছেন ৫০০ উইকেট।
রাজ্জাক ছাড়া দ্বিতীয় টেস্টের দলে আছেন আরও চার স্পিনার – মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, তানবীর হায়দার। চট্টগ্রাম টেস্টে এক পেসার নিয়ে খেলা বাংলাদেশ ঢাকাতেও একইরকম কম্বিনেশন থাকতে পারে। তবে নিশ্চিতভাবে বদল আসছে একাদশে, ‘আমরা আসলে ভিন্নকিছু ভাবছি। ভিন্ন কোন বোলার যদি খেলাতে পারি। ওটা দেখার বিষয়। টিম ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নিব।’
চট্টগ্রাম টেস্টের দুই ইনিংসেই ৮ রান করা (একটিতে অপরাজিত) মোসাদ্দেক হোসেনের ঢাকা টেস্টে খেলার সম্ভাবনা ক্ষীণ। তাঁর জায়গায় সাব্বির রহমানের ফেরার কথাই শোনা যাচ্ছে। চট্টগ্রাম টেস্টের পরই সাব্বিরের ডাক পড়েছে। সব মিলিয়ে শেষ মুহূর্তে বড় পরিবর্তন না এলে একাদশে এই দুটি অদলবদল। সানজামুল-মোসাদ্দেক বাদ; সাব্বির-রাজ্জাক যোগ।

 



 

Show all comments
  • Mohammed Aslam ৮ ফেব্রুয়ারি, ২০১৮, ৬:২৯ এএম says : 0
    its very sad last 4 years Bangladesh cricket board disrespect left Spiner Abdur Razzak,this man very important for Bangladesh team , Last T20 world cup if Abdur razzak play in india Bangladesh could beat india and Australia also
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাজ্জাক

১১ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ