বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
যশোরের বেনাপোলের একটি ‘গোপন বৈঠক’ থেকে হাতবোমা ও অস্ত্রসহ এক যুবককে আটক করেছে বিজিবি। আজ বুধবার ভোরে সীমান্তের বোয়ালিয়া বাজারের একটি বাড়ি থেকে তাকে আটক করা হয় বলে যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল হক জানান।
আটক জসিম উদ্দিন (৩৫) বেনাপোলের বোয়ালিয়া গ্রামের ইনছার আলির ছেলে।
অরিফুল বলেন, বোয়ালিয়া বাজারের একটি পরিত্যক্ত বাড়িতে ৭/৮ জন ব্যক্তি গোপন বৈঠক করছিল। খবর পেয়ে বিজিবির টহলদল সেখানে অভিযান চালিয়ে একজনকে আটক করে। বাকিরা বিজিবির উপস্থিতি টের পালিয়ে যায়।
পরে সেখানে তল্লাশি চালিয়ে দুইটি হাতবোমা ও তিনটি রামদা উদ্ধার করা হয় বলে বিজিবির এ কর্মকর্তা জানান।
আটককৃতদের নামে মামলা করে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।