Inqilab Logo

বুধবার ২০ নভেম্বর ২০২৪, ০৫ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

একাদশে সাব্বির না মোসাদ্দেক?

| প্রকাশের সময় : ৭ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : পরাজয়ের মুখ থেকে বেরিয়ে চট্টগ্রাম টেস্টে ড্র করে বাংলাদেশ। এ ম্যাচ থেকে অনেক কিছুই শেখার ছিল মাহমুদউল্লাহর দলের। পরাজয়ের শঙ্কা তৈরী হওয়ার কারণগুলো থেকে শিক্ষা নিয়ে কাল থেকে শুরু হতে যাওয়া ঢাকা টেস্টে আরও ভালো ফলাফল করতে চায় টাইগাররা। এরই লক্ষ্যে প্র্রথম টেস্টের স্কায়াডে পরিবর্তনও আনা হয়েছে।
হঠাৎ করেই আবার দলে সুযোগ পেয়েছেন সাব্বির রহমান। এরপর থেকে একটি প্রশ্নই ঘুরপাক খাচ্ছিল সাব্বিরকে নিয়ে, তাকে কি এমনি এমনি-ই ডেকে পাঠানো? অনুমানটা যদি সত্যি হয় তাহলে মোসাদ্দেক হোসেনের কপালে ভাজ পড়তেই পারে। দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর আভাস কিন্তু সেই কথায় বলে।
গত বছর শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে অভিষেক হয়েছিল মোসাদ্দেক হোসেন সৈকতের। নিজের খেলা প্রথম ইনিংসেই ১৫৫ বলে ৭৫ রান করে আলাদাভাবে নজর কাড়েন মোসাদ্দেক। এরপর চোখের সমস্যার কারণে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে দলে ছিলেন না। তবে আবার শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট দিয়েই দলে ফিরেছেন। চট্টগ্রামে প্রথম টেস্টের দুই ইনিংসেই করেন ৮ রান করে। প্রথম ইনিংসে ১৫ বলে ৮ রান করে আউট হলেও দ্বিতীয় ইনিংসে ৫৩ বলে অপরাজিত ৮ রান করে অধিনায়ক মাহমুদউল্লাহ সঙ্গে দলের ড্র নিশ্চিত করেছিলেন মোসাদ্দেক।
তবে টিম ম্যানেজমেন্ট মোসাদ্দেকের ব্যাটিংয়ে সন্তুষ্ট নয়। তার মানে মাত্র এক টেস্টের বিবেচনায় মোসাদ্দেকের উপর থেকে আস্থা হারানোর পথে নির্বাচকরা। আর এজন্যই দ্বিতীয় টেস্টের স্কোয়াডে সাব্বির রহমানকে ডাকা। তাকেই খেলানোর চিন্তা-ভাবনা আছেন নির্বাচকরা। এই প্রসঙ্গে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর কথায় ছিল তেমন আভাস, ‘সাত নম্বর পজিশন নিয়ে আমরা দোটানায় আছি। সাব্বিরকেও ডাকা হয়েছে। তাকে খেলানো যায় কিনা, সে চিন্তাও আছে।’
এদিকে জাতীয় দলের টেকনিক্যাল ডিরেক্টর ও ম্যানেজার খালেদ মাহমুদ সুজন এখনি দল নিয়ে কিছু বলতে নারাজ, ‘উইকেট না দেখে একাদশ সাজানোর প্রশ্নই আসে না। কালকে (আজ) মাঠে গিয়ে আগে শের-ই-বাংলা স্টেডিয়ামের উইকেট দেখে নেই। উইকেট দেখলে একটা মোটামুটি ধারণা জন্মাবে। তখন আমরা গেম প্ল্যান ও টিম কম্বিনেশন ঠিক করতে পারবো।’
প্রথম টেস্টে টাইগারদের দুর্বলতার জায়গাগুলো ভালোভাবে পরখ করছে টিম ম্যানেজমেন্ট। তা নিয়ে কাজ করা হচ্ছে। এই প্রসঙ্গে নান্নু বলেন, ‘আমরা খুঁটিয়ে দেখছি, কোন কোন জায়গায় দুর্বলতা ও ঘাটতি আছে। যে সব জায়গায় ঘাটতি, তা পূরণের সর্বাত্মক চেষ্টা থাকবে আমাদের।’
চট্টগ্রাম টেস্টের পর স্কোয়াড থেকে বাদ পড়েছেন স্পিনার সানজামুল ইসলাম। ঢাকা টেস্টে তিন স্পিনার খেলানো হলে প্রায় চার বছর পর টেস্ট দলে দেখা যাবে আব্দুর রাজ্জাককে। অন্যদিকে হঠাৎই স্কোয়াডে ডাক পাওয়া সাব্বির রহমানের খেলার সম্ভাবনা জোরালো। তবে এই ক্রিকেটারের টেস্ট পারফরম্যান্স আশাজনক নয়! ১০ টেস্টের ২০ ইনিংসে ২৬.৬৬ গড়ে ৪৮০ রান করেছেন সাব্বির। এখনো সেঞ্চুরির দেখা পাননি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজের সর্বশেষ টেস্টের দুই ইনিংসে ০ এবং ৪ রান করেন এই ডানহাতি ব্যাটসম্যান।
তবে চট্টগ্রাম টেস্টের সারমর্ম বলছেÑ ব্যাটসম্যান নয়, বোলার ও ফিল্ডারদের মান উন্নয়নের দিকেই বেশি নজর দেয়া উচিত টিম ম্যানেজমেন্টের। পুরোপুরি ব্যাটিং পিচ হলেও লাইনলেন্থের দারুণ কম্বিনেশনে যে উইকেট নেয়া যায় সেটা কিন্তু চট্টগ্রাম টেস্টে দেখিয়েছেন লঙ্কান বোলাররা, যেখানে আমাদের বোলাররা ছিলেন ব্যর্থ।
বোলারদের ব্যর্থতার কথা স্বীকার করে মিরপুরে ঘুরে দাঁড়িয়ে ম্যাচ জয়র প্রত্যয় ক্যক্ত করেছেন মুশফিকুর রহিম, ‘চট্টগ্রামে আমরা হয়তো খুব বেশি ভালো বোলিং করতে পারিনি। বোলাররা ওদের সাধ্যমত চেষ্টা করেছে। সব মিলিয়ে চট্টগ্রামে দারুণ টেস্ট হয়েছে। আমরা মুখিয়ে আছি ঢাকায় ভালো করার জন্য। আমাদের দারুণ সুযোগ আছে ১-০ ব্যবধানে টেস্ট সিরিজ জিতে নেওয়ার।’
এছাড়া অধিনায়ক মাহমুদউল্লাহকেও মনে ধরেছে সদ্য বাবা হওয়া মুশফিকের ‘আমার কাছে (মাহমুদউল্লাহকে) খুবই ভালো লেগেছে। আর এমন কিছু সিদ্ধান্ত ছিল, যা রিয়াদ ভাই সব সময়ই নেন। ঘরোয়া পর্যায়ে, বিপিএলেও তিনি খুব ভালো অধিনায়কত্ব করেছেন।’
মুশফিক মনে করেন, নেতৃত্ব থাকলে সব সময় মাহমুদউল্লাহর কাছ থেকে সেরাটা বের হয়ে আসে। চোটের জন্য দ্বিতীয় টেস্টেও নেই বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ফলে টানা দ্বিতীয় ম্যাচে দলকে নেতৃত্ব দেবেন মাহমুদউল্লাহ।

 



 

Show all comments
  • আরিফ ৭ ফেব্রুয়ারি, ২০১৮, ৫:৫০ এএম says : 0
    আমার মতে মোসাদ্দেক কে নিলে ভালো হবে।
    Total Reply(0) Reply
  • Khalid Hasan ৭ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:১৪ পিএম says : 0
    Mosaddek
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাংলাদেশ


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ