Inqilab Logo

বুধবার ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অর্ধ ডজন চলচ্চিত্রে শিরীন শিলা

| প্রকাশের সময় : ৬ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

অভি মঈনুদ্দীন ঃ চিত্রনায়িকা শিরীন শিলা অভিনীত চারটি চলচ্চিত্র মুক্তি পেয়েছে। এগুলো হচ্ছে ওয়াজেদ আলী সুমনের ‘হিট ম্যান’, কাশেম মন্ডলের ‘ক্ষণিকের ভালোবাসা’, শাহীন সুমনের ‘মিয়া বিবি রাজি’ ও মুশফিকুর রহমান গুলজারের ‘মন জানে না মনের ঠিকানা’। শিরীন শিলা এখন ব্যস্ত আছেন বেশ কয়েকটি চলচ্চিত্রের কাজ নিয়ে। কয়েকটির কাজ প্রায় শেষ পর্যায়ে। কয়েকটির শূটিং শুরু হয়েছে। ছটকু আহমেদ’র ‘এক কোটি টাকা’, মোঃ আসলামের ‘আমার সিদ্ধান্ত’ ও ইমদাদুল হক খানের ‘মন নিয়ে লুকোচুরি’, মনতাজুর রহমান আকবরের ‘সরি’, মোস্তাফিজুর রহমান বাবুর ‘হৃদয় ছোঁয়া ভালোবাসা’ এবং শাহআলম মন্ডলের ‘দম’ চলচ্চিত্রের কাজ করছেন শিরীন শিলা। এই ছয়টি চলচ্চিত্রে শিরীন শিলার বিপরীতে অভিনয় করছেন ইমন, শাহরিয়াজ, বাপ্পী। শিরীন শিলা বলেন, ‘এক সময় শখের বশে চলচ্চিত্রে অভিনয় শুরু করি। এখন চলচ্চিত্রই আমার পেশা হয়ে উঠেছে। নিজেকে একজন ভালো অভিনেত্রী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। যারা আমাকে নিয়মিত সহযোগিতা করছেন তাদের প্রতি কৃতজ্ঞ আমি। আর অবশ্যই ধন্যবাদ দিতে চাই অভিনেত্রী রাশেদা চৌধুরীকে। চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি অনুপ্রেরণা দিয়েছিলেন বলে আজ চলচ্চিত্রে নায়িকা হয়ে কাজ করতে পারছি। সবার কাছে দোয়া চাই যেন আগামী দিনে ভালো ভালো গল্পের চলচ্চিত্রে কাজ করতে পারি।’ শিরীন শিলা জানান, সিদ্ধেশ্বরী ডিগ্রী কলেজে তিনি সমাজকর্ম বিষয়ে অনার্স করছেন। তার বাবা আব্দুস সোবহান প্রধান ও মা রেজিয়া বেগম। তার দুই কেবান রেহেনো ও শাহনাজ এবং একমাত্র ভাই সোহেল। পুরোনো ঢাকার মেয়ে শিরীন শিলার জন্মদিন ২৫ জুন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চলচ্চিত্র


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ