Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুরআন ও হাদিসের অনুসরণ করলে মুসলমানরা পথভ্রষ্ট হবে না

কক্সবাজার শহরে তাফসিরুল কুরআন মাহফিলে বক্তারা

প্রকাশের সময় : ৩ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম | আপডেট : ১০:৫৯ এএম, ৩ ফেব্রুয়ারি, ২০১৮

কক্সবাজার ব্যুরো : কক্সবাজার শহরের বঙ্গবন্ধু সড়কে অনুষ্ঠিত তাফসীরুল কুরআন মাহফিলে বক্তারা বলেন, কুরআন ও হাদিসের অনুসরণ করলে মুসলিম জাতি পথভ্রষ্ট হবেনা। যারা আল্লাহকে স্মরণ করবে আল্লাহ তায়ালা তাদেরকে বালা মুছিবত থেকে বাচিঁয়ে রাখেন। সঠিক পথের উপর অবিচল রাখেন। এটা আল্লাহর ওয়াদা। কুরআন হাদিসের অনুসরণ করলে সমাজ সন্ত্রাস-জঙ্গিবাদ ও দুর্নীতি মুক্ত থাকবে।
‘বঙ্গবন্ধু সড়ক ব্যবসায়ী মালিক সমিতি’ আয়োজিত এই তাফসিরুল কুরআন মাহফিলে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি ওয়াহিদ মুরাদ সুমন। মাহফিলে প্রধান আলোচক হিসেবে কুরআনের তাফসীর পেশ করেন, বাংলাদেশ টেলিভিশনের ধর্মীয় আলোচক, কাজী আজিম উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ জামে মসজিদ খতীব ও গাজীপুর তাফহিমুল মিল্লাত প্রি ক্যাডেট মাদরাসার প্রিন্সিপ্যাল, খ্যাতি সম্পন্ন মুফাচ্ছিরে কুরআন হযরত মাওলানা হাফেজ এস এম আব্দুল হান্নান বেলালী।
প্রধান বক্তা বলেন, আজকে পৃথিবীতে বিশ্বনবী (সঃ) নেই কিন্তু তিনি আমাদের জন্য কুরআন ও হাদিস রেখে গেছেন। কুরআন এবং হাদিসকে আকড়ে ধরলে মুসলিম জাতি কেয়ামত পর্যন্ত পথ ভ্রষ্ট হবে না। তিনি বলেন, কুরআন-হাদিস শুধু তেলাওয়াত করলে হবে না। কুরআন-হাদিস পাঠ করে এর বিধি নিষেধ নিজের জীবনে, পরিবারে ও সমাজের সব্র্স্তরে আমল করতে হবে। তা হলেই আমাদের সমাজে কোন সন্ত্রাস-জঙ্গিবাদ, ঘুষ-দূর্নীতি ও অনিয়ম থাকবেনা। কুরআনের বিভিন্ন আয়াতের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, কুরআন ও হাদিসের এই আহবান প্রত্যেক মুসলমানকে অন্যের কাছে পৌঁছাতে হবে। তিনি বলেন, খাঁিট মুসলমান হওয়ার জন্য নামাজ, রোজা, হজ্ব ও জাকাত আদায় করার কোন বিকল্প নেই। আর নামাজই হচ্ছে মুসলিম আর অমুসলিমের মধ্যে পার্থক্যের বস্তুু। তাই মুসলমানদের জীবনে নামাজের গুরুত্ব অপরিসীম। এছাড়াও সুদ থেকে দুের থেকে সৎ ব্যবসা করে ইহকাল ও পরকালে সফল হওয়ার জন্য ব্যবসায়ীদের প্রতি তিনি পরামর্শ দেন।
অলোচনা করেন বড়বাজার জামে মসজিদের খতীব হযরত মাওলানা কামাল উদ্দিন, কক্সবাজার লালদীঘি জামে মসজিদের খতীব ও দারুল আরকাম তাহফিজুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাতা হযরত মাওলানা মোহাম্মদ ইউনুছ ফরাজী এবং দক্ষিণ রুমালিয়ারছরা জামে মসজিদের খতীব মাওলানা ছলিমুল্লাহ জিহাদী। মাহফিলে হাফেজ ক্বারী সাইফুল্লাহ কাসেমীর সুললিত কণ্ঠে কুরআন তেলাওয়াত। মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কক্সবাজার দোকান মালিক ফেডারেশনের সভাপতি আলহাজ্ব মোস্তাক আহমদ, কক্সবাজার ব্যবসায়ী দোকান মালিক সমিতির সভাপতি আমিনুল ইসলাম মুকুল ও কক্সবাজার ব্যবসায়ী দোকান মালিক সমতিতির সাধারণ সম্পাদক রফিক মাহমুদ।
মাহফিল পরিচালনায় সার্বিকভাবে ছিলেন, হারুনুর রশীদ, মুহাম্মদ ইউনুছ, মুহাম্মদ রফিক, মুহাম্মদ ইলিয়াছ, আব্দুর রহমান, মুহাম্মদ ফরমান, বশির আহমদ টিপু, কাউছার খান, আব্দুর রহীম, মমতাজ ও শাহাব উদ্দিন প্রমূখ।



 

Show all comments
  • Nannu chowhan ৩ ফেব্রুয়ারি, ২০১৮, ৭:০৩ এএম says : 0
    Alhamdulillah,100%true.Allah amader pobitro Al Koraner nirdeshonai jibonke porichalito koribar taofiq din
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কুরআন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ