Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গাজীপুরে বাস-লেগুনা সংঘর্ষে নিহত ২

গাজীপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২ ফেব্রুয়ারি, ২০১৮, ১১:৫৯ এএম

গাজীপুরে বাস ও লেগুনার সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আটজন। শুক্রবার সকাল সাড়ে ৭ টার দিকে সিটি করপোরেশনের ভোগড়া বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানায়। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম জানা যায় নি।
নিহতদের লাশ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।
পুলিশের ভাষ্য, সকালে ভোগড়া বাইপাস মোড় থেকে যাত্রী নিয়ে একটি লেগুনা কোনাবাড়ি যাচ্ছিল। কিছু দূর যাওয়ার পর একটি রিকশাকে পাশ কাটাতে গিয়ে বিপরীত দিক থেকে আসা আজমেরি গ্লোরী পরিবহনের একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে বাস ও লেগুনার ১০ যাত্রী আহত হন।
এলাকাবাসী আহতদের উদ্ধার করেন এবং চারজনকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক দুর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ