Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সন্ধ্যায় ভিসিদের সঙ্গে বসছেন প্রেসিডেন্ট

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১ ফেব্রুয়ারি, ২০১৮, ৪:৩২ পিএম

প্রেসিডেন্ট মো. আবদুল হামিদের আমন্ত্রণে দেশের সব সরকারি বিশ্ববিদ্যালয়ের ভিসিরা।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় বঙ্গভবনে এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) সূত্র এ তথ্য জানিয়েছে।

সূত্র জানায়, গত সপ্তাহে এ বৈঠকের বিষয়ে প্রেসিডেন্টের পক্ষ থেকে চিঠি পাঠানো হয় সব ভিসি বরাবর।

তবে কি বিষয়ে বৈঠকটি হতে যাচ্ছে কিংবা কি ইস্যুতে প্রেসিডেন্ট ভিসিদের আমন্ত্রণ জানিয়েছেন, সে বিষয়ে কিছু জানা যায়নি।

ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান বলেন, মহামান্য প্রেসিডেন্ট ভিসিদের সঙ্গে বৈঠক করার আগ্রহ প্রকাশ করেছেন। বৈঠকের আলোচ্য বিষয় চিঠিতে উল্লেখ নেই।

তিনি আরো বলেন, একাধিক বিষয়ে আলোচনা হতে পারে। এর মধ্যে সমন্বিত ভর্তি পরীক্ষার বিষয় হয়তো প্রাধান্য পাবে। কারণ, বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময়ে ছাত্রছাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়। এ কারণে দুই বছর ধরে মহামান্য প্রেসিডেন্ট আমাকে বলেছেন। সে অনুযায়ী বললেও ভিসিদের বেশিরভাগই কথা শোনেননি। সম্প্রতি কয়েকটি বিশ্ববিদ্যালয়ের ভিসির সঙ্গে এ বিষয়ে কথা বলেছি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রেসিডেন্ট


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ