Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তেঁতুলিয়ায় ট্রাকের ধাক্কায় কিশোরের মৃত্যু

পঞ্চগড় জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩১ জানুয়ারি, ২০১৮, ১২:০১ পিএম

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ট্রাকের ধাক্কায় আমজাদ হোসেন (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। গতরাতে তেঁতুলিয়া উপজেলার ভজনপুর সাতমেড়া নামক স্থানের তেঁতুলিয়া-পঞ্চগড় মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত আমজাদ উপজেলার দেবনগড় ইউনিয়নের আঠারোখাড়ী গ্রামের আনিছুর রহমানের ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, নিহত আমজাদ দীর্ঘদিন থেকে সাতমেড়া জেমকন খাম্বা লি. এ শ্রমিকের কাজ করে জীবিকা নির্বাহ করতেন। পারিবারিক অসচ্ছলতার কারণে জেমকন লিমিটেডে ২২০টাকা দৈনিক হাজিরায় অল্প বয়সেই কাজ করে আসছিল।

প্রত্যক্ষদর্শী আল মামুন জানান, সন্ধ্যার সময় জেমকনে কাজ শেষে ফ্যাক্টরি হতে বের হয়ে সাইকেলযোগে বাড়ি ফেরার পথে পাথরবোঝাই একটি ট্রাক অপর আরেকটি ট্রাককে ওভারটেক করার সময় আমজাদ হোসেনকে ধাক্কা দিলে সে রাস্তার উপর পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যান।

তেঁতুলিয়া হাইওয়ে থানার ওসি এনামুল হক ট্রাকের ধাক্কায় কিশোরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তেঁতুলিয়া উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম শাহিন জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতের পরিবারকে আর্থিক সহায়তা করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক দুর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ