পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
আধিপত্য বিস্তারের জেরে গতকাল (মঙ্গলবার) হাজী মুহাম্মদ মহসীন কলেজে ছাত্রলীগের দুই গ্রুপে ছুরি মারামারির ঘটনা ঘটেছে। ছুরিকাঘাতে আহত সজীব উদ্দিন (১৮) নামে একজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সাড়ে ১০টায় হাজী মুহাম্মদ মহসীন কলেজের একাদশ শ্রেণির ক্লাসরুমে এ ছুরি মারামারির ঘটনা ঘটে। সোমবার চট্টগ্রাম কলেজে সংঘর্ষে জড়ায় ছাত্রলীগের দুই গ্রুপ। এর জের ধরে গতকাল মহসীন কলেজে মারামারিতে লিপ্ত হয় ছাত্রলীগের দুই গ্রুপ।
প্রত্যক্ষদর্শীরা জানায়, কলেজের একাদশ শ্রেণির ক্লাসরুমে কথা কাটাকাটির এক পর্যায়ে সজীবকে ছুরিকাঘাত করে ছাত্রলীগের কর্মী আব্দুল আলিম হৃদয়। এসময় ক্লাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ক্যাম্পাসে দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে। চট্টগ্রাম কলেজ পুলিশ ফাঁড়িতে দায়িত্বরত এসআই মোঃ কামাল হোসেন জানান, মহসীন কলেজে ছুরিকাঘাতের ঘটনায় সন্দেহজনক একজন আটক করা হয়েছে। ছুরিকাঘাতে আহত সজীব মহসীন কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। সে নগরীর চান্দগাঁও থানার খতিবেরহাট এলাকার নাসির উদ্দিনের ছেলে।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে জেলা পুলিশের দায়িত্বরত এএসআই মোঃ আলাউদ্দিন তালুকদার জানান, মহসীন কলেজে আধিপত্য বিস্তারের জের ধরে ছাত্রলীগের একই গ্রুপের মধ্যে ছুরি মারামারির ঘটনা ঘটে। ছুরিকাঘাতে সজীব নামে ছাত্রলীগের এক কর্মী আহত হয়েছেন। মামুন নামে ছাত্রলীগের আরেককর্মী ছুরিকাঘাতে আহত সজীবকে চমেক হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালের ক্যাজুয়েলিটি ওয়ার্ডে তার চিকিৎসাসেবা চলছে। উল্লেখ্য, প্রতিদিনই চট্টগ্রাম কলেজ ও মহসীন কলেজে নিজেদের মধ্যে সঙ্ঘাত সংঘর্ষে জড়িয়ে পড়ছে ছাত্রলীগ। এতে করে আতঙ্কিত ঐতিহ্যবাহী দুই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা। #
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।