পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ইনকিলাব রিপোর্ট : কূটনীতিকদের সঙ্গে গতকালের (মঙ্গলবার) মতবিনিময়কে একটি আশাতীত সাফল্য হিসেবে দেখছে বিএনপি। দলের শীর্ষ নেতৃত্ব পর্যায়ে (হাই কমান্ড) এতে স্বস্তির প্রকাশ পেয়েছে। গতকাল বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে কূটনীতিকদের সাথে এ বৈঠকটি অনুষ্ঠিত হয়। গতকাল বিএনপির উদ্যোগে ঢাকাস্থ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত-কূটনীতিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমন একজন দায়িত্বশীল নেতা জানান, এক ঘণ্টারও বেশি সময় ধরে চলে আলোচনা পর্ব এবং তা অত্যন্ত আন্তরিকতা ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। আলোচনাকালে দেশের সামগ্রিক রাজনৈতিক ও অর্থনৈতিক বর্তমান পরিস্থিতি কূটনীতিকদের কাছে তুলে ধরা হয়।
আরও জানা গেছে, আলোচনায় বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দেয়া মামলায় আগামী ৮ ফেব্রæয়ারির রায় এবং এ বিষয়ে বিএনপির বক্তব্য, মামলার প্রেক্ষাপট কূটনীতিকদের কাছে তুলে ধরা হয়েছে। বিএনপি হাই কমান্ডের পক্ষ থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হিসেবে নিশ্চিত করতে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার বিষয়ে তাগিদ দেয়া হয়েছে।
বিএনপির কেন্দ্রীয় একজন নেতা জানান, কূটনীতিকরা অত্যন্ত আন্তরিকভাবে মনোযোগ সহকারে বিএনপি নেতৃবৃন্দের বক্তব্য শ্রবণ করেন। বিএনপি সফলতার সাথে বিদেশি বন্ধু তথা কূটনীতিকদের কাছে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও প্রেক্ষাপট তুলে ধরতে পেরে সন্তুষ্ট। যা আমাদের জন্য স্বস্তির বিষয়ও বটে। তবে তিনি আলোচনার বিস্তারিত বিবরণ জানাতে স্বীকৃত হননি। # ৩০/০১/১৮ইং
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।