Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যুক্তরাষ্ট্রে পরমাণু হামলা চালাতে পারে উত্তর কোরিয়া : সিআইএ

মধ্যবর্তী নির্বাচনকে লক্ষ্য বানাতে পারে মস্কো, চীনও যুক্তরাষ্ট্রের জন্য বড় হুমকি

| প্রকাশের সময় : ৩১ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : উত্তর কোরিয়া অতি শীঘ্রই পরমাণু হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্রে- এমন আশঙ্কা প্রকাশ করলেন যুক্তরাষ্ট্রের সিআইএ ডিরেক্টর মাইক পম্পিও। প্রতিনিয়ত পিয়ংইয়ং ও কিম জং উনের মিসাইল হামলার আশঙ্কা নিয়ে আলোচনা চলে মার্কিন গোয়েন্দাদের মধ্যে। তিনি বলেন, যুক্তরাষ্ট্রে যেকোন সময় পরমাণু হামলা চালাতে সক্ষম উত্তর কোরিয়া। তবে উত্তর কোরিয়ার বিরুদ্ধে কোন আঘাত করা চেষ্টা করলে তার কড়া প্রতিক্রিয়া হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। তিনি বলেন, উত্তর কোরিয়ার বিরুদ্ধে মার্কিন ফোর্স মোতায়েন করলে প্রচুর প্রাণহানি হতে পারে। এতে দক্ষিণ কোরিয়া ও জাপানেরও ক্ষতি হতে পারে বলে উল্লেখ করেন তিনি। এইসব প্রতিক্রিয়ার কথা ভেবেই কোন ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। তবে কিম জং উনের পরমাণু মিসাইল নিক্ষেপ করার ক্ষমতা কমাতে হবে বলেও জানান তিনি। সিআইএ প্রধান মাইক পম্পেও আরো বলেন, রাশিয়ার মতো যুক্তরাষ্ট্রের জন্য বড় হুমকি চীন। তিনি বলেন, পশ্চিমাদের ওপর চীনের প্রভাব বিস্তারের উদ্যোগ ও চেষ্টা রাশিয়ার ধ্বংসাত্মক নীতির মতোই উদ্বেগজনক। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে সিআইএ প্রধান এসব মন্তব্য করেছেন। মাইক পম্পেও জানান, রাশিয়ার চেয়ে চীনের বড় ধরনের পদক্ষেপ রয়েছে। উদাহরণ হিসেবে তিনি তুলে ধরেন, চীন যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক তথ্য চুরি করছে এবং ইউরোপ ও যুক্তরাজ্যে স্কুল ও হাসপাতালে অনুপ্রবেশ করছে। উল্লেখ্য, সিআইএ প্রধান হওয়ার আগে মাইক পম্পেও একজন কট্টর রিপাবলিকান হিসেবে পরিচিত ছিলেন। পম্পেও বলেন, ভেবে দেখুন দুই দেশের অর্থনীতির আকার। নিজেদের মিশন বাস্তবায়নে রাশিয়ার চেয়ে বড় ধরনের উদ্যোগ রয়েছে চীনের। এই বছরের শুরুতে এক সাবেক সিআইএ কর্মকর্তাকে চীনে গোয়েন্দাবৃত্তি ও গোপন তথ্য সংগ্রহ করায় গ্রেফতার করে বেইজিং। এর দুই বছর আগে চীন প্রায় ২০ জন মার্কিন তথ্যদাতাকে গ্রেফতার করে চীন। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা কার্যক্রমের সাম্প্রতিক এটা ছিল সবচেয়ে বিপর্যয়কর ঘটনা। তবে মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা ওই সময় এজেন্টদের পরিচয় ফাঁসের জন্য বিশ্বাসঘাতক নাকি তথ্য হ্যাকিং দায়ী তা নিশ্চিত করতে পারেননি। যুক্তরাষ্ট্রে চলতি বছরের শেষদিকে হতে যাওয়া মধ্যবর্তী নির্বাচনেও রাশিয়া হস্তক্ষেপ করতে পারে বলে ধারণা করছেন মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) পরিচালক মাইক পম্পেও। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইউরোপের ক্ষতি করতে মস্কোর চেষ্টা কমেছে এমন কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। সিআইএ প্রধানের শঙ্কা, উত্তর কোরিয়া কয়েক মাসের মধ্যে যুক্তরাষ্ট্রে ক্ষেপণাস্ত্র হামলার সক্ষমতা অর্জন করতে পারে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব পালনে উপযুক্ত নন, আলোচিত বই ‘ফায়ার অ্যান্ড ফিউরি: ইনসাইড দ্য ট্রাম্প হোয়াইট হাউস’- এ বলা সাংবাদিক মাইকেল ওলফের এ ভাষ্যকে ‘আবোলতাবোল’ বলেও উড়িয়ে দিয়েছেন তিনি। নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনেও রাশিয়াকে নিয়ে উদ্বেগ আছে কিনা, এমন প্রশ্নের জবাবে সিআইএ পরিচালক বলেন, “অবশ্যই। আমার ধারণা তারা এটা করার চেষ্টা করে যাবে, তবে আমি আত্মবিশ্বাসী আমেরিকা একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে অনুষ্ঠানে সমর্থ হবে। আমরা এমন এক দৃঢ় পদ্ধতিতে ফিরে যেতে চাই যেন আমাদের নির্বাচনে তাদের প্রভাব বড় না হয়ে ওঠে। আমরা বিশ্বের সেরা গোয়েন্দা সংস্থা। আমরা বের হই এবং মার্কিন জনগণের হয়ে যে কোনো ভাবে হোক তথ্য চুরি করি। আমি আবারও (সিআইএকে) সামনের পায়ে দাঁড় করাতে চাই,” বলেন তিনি। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উত্তর কোরিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ