বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নোয়াখালী জেলা শহরে যাত্রীবাহী বাস ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে সাহাব উদ্দিন (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। ঘটনায় সিএনজি চালক’সহ ৩জন আহত হয়েছেন। দুপুর ১২টার দিকে চৌমুহনী-মাইজদী সড়কের টিভি সম্প্রচার উপকেন্দ্র এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাহাব উদ্দিন বেগমগঞ্জ উপজেলার কাদিরপুর ইউনিয়নের লতিফপুর গ্রামের খুরশিদ আলমের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে কুমিল্লা থেকে উপকূল এক্সপ্রেস-এর একটি যাত্রীবাহী বাস নোয়াখালীর উদ্দেশ্যে ছেড়ে আসে। দুপুরে বাসটি চৌমুহনী-মাইজদী সড়কের টিভি স্টেশন এলাকায় পৌঁছলে পিছন থেকে একটি যাত্রীবাহী সিএনজি অটোরিকশা বাসকে ওভারটেক করতে গিয়ে বাসের নিচে চলে যায়। এতে সিএনজিতে থাকা সাহাব উদ্দিন’সহ ৪জন আহত হয়। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাহাব উদ্দিনকে মৃত ঘোষণা করেন। অপর আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সুধারাম মডেল থানার ওসি আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে উপকূল বাস ও সিএনজি গাড়ীটি আটক করা হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।