Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিশ্বকাপে ইংল্যান্ডকে হারাল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৮ জানুয়ারি, ২০১৮, ৪:২৫ পিএম

ভারতের কাছে হেরে শেষ চারে খেলার স্বপ্ন শেষ হয়ে গেলেও পঞ্চম স্থান নির্ধারণী প্লে অফের ম্যাচে জ্বলে উঠলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। আফিফ হোসেনের অলরাউন্ড নৈপুণ্যে ইংল্যান্ডকে ৫ উইকেটে হারিয়ে সাইফবাহিনী। ইংলিশদের গড়া ২১৬ রানের জবাবে ৫ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।
নিউজিল্যান্ডের কুইন্সটাউনে টসে জিতে ব্যাট করতে নেমে দলীয় ১৭ রানেই সাজঘরে ফিরে যান টম বেনটন। দ্বিতীয় উইকেটে অধিনায়ক হ্যারি ব্রুক ও লিয়াম ব্যাংকস ১২৬ রানের জুটি গড়ে ইংল্যান্ডকে বড় স্কোরের স্বপ্ন দেখান। তবে ব্যাংকস ৭৪ ও ব্রুক ৬৬ রানে বিদায়ের পর খেই হারিয়ে ফেলে ইংলিশরা।
এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারানো ইংল্যান্ড শেষ পর্যন্ত ২১৬ রানের পুঁজি পায়। বাংলাদেশের পক্ষে আফিফ হোসেন ও হাসান মাহমুদ ৩টি করে উইকেট নেন। এছাড়া কাজী অনিক নেন ২টি উইকেট।
ইংল্যান্ডের দেওয়া ২১৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে আফিফ হোসেনের ৭১ ও অধিনায়ক সাইফের ৫৯ রানের উপর ভর করে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশের যুবারা। এছাড়া আমিনুল করেন ২০ রান ও মোহাম্মদ রাকিব ২৮ রানে অপরাজিত থাকেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাংলাদেশ


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ