Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

উট সুন্দরী পাবে ৫.৭ কোটি ডলার : নিষিদ্ধ ওষুধ ব্যবহারে বাদ ১২

| প্রকাশের সময় : ২৭ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : সুন্দরী প্রতিযোগিতা থেকে পিছিয়ে নেই পশুরাও। প্রতি বছর সউদী আরবে অনুষ্ঠিত হয় উট সুন্দরী প্রতিযোগিতা! ‘কিং আব্দুল আজিজ ক্যামেল ফেস্টিভ্যাল’ নামে ২০০০ সাল থেকে প্রতি বছর অনুষ্ঠিত হচ্ছে উট সুন্দরী প্রতিযোগিতা। সুন্দরী প্রতিযোগিতায় বিজয়ী উট পাবে প্রায় ২৬১ কোটি টাকা। প্রতিযোগিতায় চূড়ান্তভাবে জিততে হলে অনেকগুলো ধাপে জিততে হবে। অপরদিকে, সৌন্দর্য বৃদ্ধির জন্য নিষিদ্ধ ওষুধ ব্যবহার করার অভিযোগে সুন্দরী প্রতিযোগিতা থেকে ১২টি উটকে বাদ দেয়া হয়েছে। কারণ, উটগুলোর মালিকদের কয়েকজনের প্রতারণা ধরে ফেলেন বিচারকরা। এই উৎসবে উটের দৌড় প্রতিযোগিতা ও উটের দুধের স্বাদও পরীক্ষা করা হয়। এ উৎসবে বিজয়ীর জন্য রয়েছে ৫.৭ কোটি মার্কিন ডলার পুরস্কার। দ্য ন্যাশনালের প্রতিবেদনে বলা হয়েছে, ওই উটেদের নাক, মুখ ও ঠোঁটের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য নিষিদ্ধ ওষুধ দেয়া হয়েছিল। আলী আল মাজুরি নামে একজন প্রজননবিদের বরাত দিয়ে ওই প্রতিবেদনে বলা হয়েছে, এর ফলে উটগুলোর মাথা একটু বড় লাগে দেখতে। তখন কেউ উটগুলো দেখে বলবে, ওহ, উটটার মাথা কত বড়। ওর ঠোঁটটাও বেশ বড়, কুঁজটাও বড়। ২০০০ সালে প্রথমবারের মতো এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ বছর প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে রাজধানী রিয়াদের অদূরে আল ধানায়। পুরো জানুয়ারি মাস জুড়ে চলছে প্রতিযোগিতা। উট সুন্দরী প্রতিযোগিতায় এ বছর মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে ৩০ হাজার উট অংশ নিচ্ছে। অংশগ্রহণকারী সব উট মালিকই চান যেন তার উটটি সেরা সুন্দরী নির্বাচিত হয়। বিবিসি, এনডিটিভি।



 

Show all comments
  • kazi Nurul Islam ২৮ জানুয়ারি, ২০১৮, ১১:৩৩ এএম says : 0
    Manush taka khoroce korar jayga paina....
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উট


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ