পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. দেবাশীস সরকার দেশের সবজি ও ফল এবং পান উৎপাদনে রাসায়নিক সার পরিহারের ওপর গুরুত্ব আরোপ করে নিরাপদ উৎপাদন প্রক্রিয়ার বিস্তার ঘটানোর আহ্বান জানিয়েছেন । তিনি বলেন, জৈব ও বালাইনাশক প্রযুক্তির নব উদ্ভাবন । মাঠ পর্যায়ে এর ব্যাপক সম্প্রসারণ ঘটানো সময়ের দাবি । তিনি গতকাল শুক্রবার বগুড়ার শিবগঞ্জস্থ জাতীয় মসলা গবেষণা কেন্দ্রের সেমিনার কক্ষে বাংলাদেশে শাক সবজি, ফল ও পানের পোকা মাকড় ও রোগবালাই দমনে জৈব বালাইনাশক প্রযুক্তিউদ্ভাবন ও সম্প্রসারণ বিষয়ক সেমিনারে প্রধান অতিথি হিসেবে এ আহ্বান জানান। সেমিনারে সভাপতিত্ব করেন কৃষি গবেষণা ইনিস্টিটিউট রোগতত্ত্ব বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. নির্মল কুমার।
বিশেষ অতিথি ছিলেন জাতীয় ডাল গবেষণা কেন্দ্র ঈশ^রদীর পরিচালক ড. মহীউদ্দিন, রোগতত্ত্ব বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. মতিয়ার রহমান, মসলা গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মাজহারুল আনোয়ার, কন্দার গবেষণা কেন্দ্র বগুড়ার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. জুলফিকার হায়দার প্রধান,মসলা গবেষণা কেন্দ্রর উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মো. মোতাহার হোসেন প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।