Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজধানীর সবুজবাগে মেয়েকে মেরে মায়ের আত্মহত্যা

প্রকাশের সময় : ২৪ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম | আপডেট : ১২:৪৭ এএম, ২৪ জানুয়ারি, ২০১৮

স্বামী মামুন গ্রেফতার। চকবাজারে ছুরিকাঘাতে যুবক খুন

রাজধানীর সবুজবাগের আহম্মদবাগ এলাকার একটি বাসা থেকে এক নারী ও তার দেড় বছরের মেয়ের লাশ উদ্ধার করছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে পুলিশ আহমদবাগ মায়াকানন পানির পাম্পের পাশে ওই টিনশেড বাড়ি থেকে তাদের লাশ উদ্ধার করে। ঘটনায় ইন্ধনদাতা হিসেবে স্বামী মামুনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বিকেলে উত্তরার দক্ষিণখান থেকে তাকে গ্রেফতার করে সবুজবাগ থানা পুলিশ। সবুজবাগ থানার ওসি তদন্ত মোস্তাফিজুর রহমান দৈনিক ইনকিলাবকে জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা ভেঙে বিছানা থেকে শান্তনা আক্তার (২৫) ও সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থার তার দুই বছরের মেয়ে মাহফুজার লাশ উদ্ধার করে। নিহতদের লাশ ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পাওয়া গেলে প্রকৃত কারন জানা যাবে বলে তিনি জানান। পুলিশ সূত্রে জানা গেছে, নিহতের স্বামী মামুন স্থানীয় একটি ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের লাইনম্যান। দুই দিন আগে মামুন তার শ্যালিকাকে নিয়ে পালিয়ে যায়। এটা নিয়ে পারিবারিক সমস্যা ছিল। এসব কারণেই হয়ত বাচ্চাটাকে খুন করে নিজে আত্মহত্যা করেছে। অন্যদিকে রাজধানীর চকবাজারে ছুরিকাঘাতে এক যুবককে হত্যা করা হয়েছে। নিহত জুয়েলের (২৩)। গত সোমবার রাত ১২টার দিকে চকবাজারের পূর্ব চুনারুঘাট এলাকায় দুর্বৃত্তরা জুয়েলকে ছুরি মেরে পালিয়ে যায়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসাধীন অবস্থায় রাত ২টার দিকে তার মৃত্যু হয় বলে জানান হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই মো. বাচ্চু মিয়া। তিনি বলেন, তার শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের জখম রয়েছে। চকবাজার থানার এসআই আশরাফুল ইসলাম জানান, কী কারণে এই হত্যাকান্ড হয়েছে, তা এখনও জানা যায়নি। তবে জুয়েলের স্বজনরা এলাকার সুমন নামের এক যুবককের নাম বলেছেন, তাদের দাবি, হত্যাকান্ডে তিনি জড়িত। থানায় মামলার প্রস্তুতি চলছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আত্মহত্যা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ