মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
জম্মু-কাশ্মীর সীমান্তে পাকিস্তানি সীমান্তরক্ষী বাহিনীর (রেঞ্জার্স) গুলিতে বিএসএফের এক হেড কনস্টেবল ও এক কিশোরী নিহত হয়েছেন। এসময় তিন জন আহত হয়েছেন।
আজ (বৃহস্পতিবার) গণমাধ্যমে প্রকাশ, বুধবার গভীর রাতে জম্মু-কাশ্মীরের আর এস পুরা ও অরনিয়া সেক্টরে পাকিস্তানি রেঞ্জার্সদের হামলায় ঘটনাস্থলেই নিহত হন বিএসএফের এক হেড কনস্টেবল এ সুরেশ ও ১৪ বছর বয়সী নীলাম দেবী। এসময় ভারতীয় সেনারা পাল্টা গুলি চালায় বলে জম্মুর পুলিশ কর্মকর্তা অরুণ মানহাস জানান। বর্তমানে রামগড় এলাকায় পাল্টাপাল্টি গুলিবর্ষণ চলতে থাকায় অরনিয়া এলাকায় ৫ কিলোমিটারের মধ্যে সমস্ত স্কুল বন্ধ করে দেয়া হয়েছে।
একটি সূত্রে প্রকাশ, গতকাল গভীররাত পর্যন্ত দু’দেশের সেনাবাহিনীর মধ্যে পাল্টাপাল্টি গোলাগুলি চলে। পাকিস্তানি রেঞ্জার্সরা বিএসএফ চৌকি টার্গেট করে গুলিবর্ষণ শুরু করলে আশেপাশে এলাকার মানুষজনকে বাইরে না বেরোনোর পরামর্শ দেয়া হয়।
পাকিস্তানি সেনাবাহিনী গত মঙ্গলবারও জম্মু-কাশ্মীরের পুঞ্চ জেলায় নিয়ন্ত্রণরেখা বরাবর ভারতীয় সেনা চৌকি টার্গেট করে গুলিবর্ষণ করলে সেনাবাহিনীর এক ক্যাপ্টেন গুরুতরভাবে আহত হন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এর দু দিন আগে জম্মু-কাশ্মীরের কোটলি সেক্টরে ভারতীয় নিরাপত্তা বাহিনীর গুলিতে সাত পাকিস্তানি সেনা নিহত হয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।