Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তিন মাস পর ডিএনসিসির নির্বাচন নাও হতে পারে -এরশাদ

| প্রকাশের সময় : ১৮ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : তিন মাস পর ডিএনসিসির মেয়র পদে নির্বাচন হতেও পারে নাও হতে পারে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি বলেন, ঢাকা মহানগর উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে আমার ভাল মেয়র প্রার্থী ছিল। ঘোষণা করার পূর্বেই নির্বাচন স্থগিত করা হয়েছে। তিন মাস পর নির্বাচন হতেও পারে নাও হতে পারে। দু’দলের প্রতি মানুষের আস্থা নেই। কারন দু’দলের শাসন আমল দেখেছে। দেশের মানুষ এখন হানাহানি, গুম, হত্যা, ধর্ষন, চাঁদাবাজি, টেন্ডারবাজি, সন্ত্রাস এগুলো দেখতে চায় না। মানুষ এখন শান্তি চায়, নিরাপত্তা চায়। মানুষের মনে আশার সঞ্চার হয়েছে। শান্তি, উন্নয়ন ও নিরাপত্তার একমাত্র ভরশা জাতীয় পার্টি। আমরা ক্ষমতায় ও যেতে পারি, যদি তোমরা সাংগঠনিকভাবে শক্তিশালী হও। দেশের মানুষ এখন শান্তি চায়,নিরাপত্তা চায়। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ পেশাজীবির মানুষ দলে দলে এখন জাতীয় পার্টিতে যোগদান করেন। গতকাল জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর আয়োজিত ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীদের তালিকা ঘোষণা করার অনুষ্ঠানে উপ-পরিচালক (রাঙ্গামাটি সদর) বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরেটির অবসরপ্রাপ্ত, উত্তর বঙ্গ বৌদ্ধ পরিষদ সভাপতি উত্তম কুমার বড়–য়া জাতীয় পার্টিতে যোগদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি।
পার্টির মহাসচিব বলেন, এরশাদ যেমন রাষ্ট্রধর্ম ইসলাম করেছেন তেমনি বৌদ্ধ ধর্মালম্বীদের জন্য বৌদ্ধ মন্দির, হিন্দু স¤প্রদায়ের মাঠ মন্দিরের উন্নয়নের জন্য হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট করেছেন। পরমেশ্বর ভগবান শ্রৗকৃঞ্চের জন্মদিন জন্মাষ্টমীতে সরকারি ছুটি দিয়েছেন, পহেলা বৈশাখ সরকারি ছুটি দিয়েছেন। জাতীয় পার্টি কোনো সা¤প্রদায়িক দল নয়, উদার গণতান্ত্রিক পার্টি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এরশাদ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ