পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ছালাহউদ্দিন, আরব আমিরাত থেকে : সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও উত্তর আমিরাতে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের সার্ভার খারাপ হওয়ায় দীর্ঘ ২০ দিন বন্ধ থাকার পর তা আবার সচল হওয়ায় গতকাল বুধবার থেকে আবার পাসপোর্ট ও ভিসা সংক্রান্ত কার্যক্রম শুরু হয়েছে বলে ইনকিলাবকে জানিয়েছেন, কনস্যুলেটের প্রথম সচিব (শ্রম) একেএম মিজানুর রহমান। তাছাড়া এ ব্যাপারে কনস্যুলেটের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়েও প্রবাসীদের জানিয়ে দেয়া হয়েছে বলে জানান তিনি।
উল্লেখ্য, গত ২৮ ডিসেম্বর থেকে কনস্যুলেটের এই সার্ভার খারাপ থাকায় পাসপোর্টের সেবা নিতে আসা প্রবাসী বাংলাদেশিরা দুর্ভোগে পড়েছিলেন। এতে পাসপোর্ট রিনিউ (নবায়ন) করতে না পারায় ভিসা নবায়ন ও দেশে ফেরাসহ অনেক কাজই করতে পারেননি উত্তর আমিরাতের দুবাই, শারজাহ, আজমান, ফুজাইরাহ, রা’স আল-খাইমাহ ও উম্মুলকুইন প্রদেশে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিরা।
তবে কনস্যুলেটের সার্ভার খারাপ হওয়ায় তখন বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের জানিয়ে দেয়া হয়েছিল পাসপোর্ট ও ভিসা সংক্রান্ত গ্রাহকরা চাইলে আবুধাবিতে বাংলাদেশ দূতাবাসে গিয়েও সেবা নিতে পারবেন। তারপরও অপ্রত্যাশিতভাবে এ সময়ে যান্ত্রিক ত্রুটির কারণে প্রবাসীদের সেবা প্রদানে সাময়িক অসুবিধা হওয়ায় দুঃখ প্রকাশ করেন কনস্যুলেটের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।