Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পঞ্চগড় পাসপোর্ট অফিসে রহস্যজনক চুরি

প্রকাশের সময় : ৩০ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

পঞ্চগড় জেলা সংবাদদাতা: পঞ্চগড় আঞ্চলিক পাসপোর্ট অফিসে রহস্যজনক চুরির ঘটনা ঘটেছে। গত রোববার রাতে সেখান থেকে মূল্যবান দুইটি ক্যামেরা চুরি হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য অফিসের নৈশপ্রহরী নুর নবী ও ঝাড়–দার আব্দুল মান্নানকে আটক করেছে পুলিশ।
পঞ্চগড় পাসপোর্ট অফিস ও স্থানীয় সূত্র জানায়, প্রতিদিনের মতো রোববার রাতেও নৈশপ্রহরী নুর নবী ও ঝাড়–দার আব্দুল মান্নান অফিসেই অবস্থান করছিল। গভীর রাতে বৃষ্টিপাতের সাথে বিদ্যুতের আসা-যাওয়া চলছিল। সোমবার সকালে চুরির ঘটনা বুঝতে পেরে থানায় খবর দেয়া হয়। এ সময় পাসপোর্টের জন্য ছবি তোলার কক্ষের জানালার ছিটকিনি ভাঙা পাওয়া যায়। চুরি যাওয়া ক্যামেরার মূল্য দুই লাখ টাকার বেশি বলে জানা গেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পঞ্চগড় পাসপোর্ট অফিসে রহস্যজনক চুরি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ