Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আজ নয় জেলার আঞ্চলিক পাসপোর্ট অফিস উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

প্রকাশের সময় : ২৪ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে আজ রোববার রাজধানী ঢাকার বাইরের নয় জেলায় নবনির্মিত নয়টি আঞ্চলিক পাসপোর্ট অফিস ভবন উদ্বোধন করবেন। অফিসগুলো হচ্ছে মানিকগঞ্জ, কুষ্টিয়া, পাবনা, পটুয়াখালী, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, মুন্সিগঞ্জ ও দিনাজপুর।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, রাজধানীর আগারগাঁওয়ে ইমিগ্রেশন ও পাসপোর্ট বিভাগে আয়োজিত এক অনুষ্ঠানে বেলা পৌঁনে ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাসপোর্ট সেবাসপ্তাহ ২০১৬ উপলক্ষে এসব বিভাগীয় পাসপোর্ট ভবন ও ভিসা অফিস এবং নয়টি আঞ্চলিক পাসপোর্ট অফিস উদ্বোধন করবেন। মাধ্যমে এসব জেলার লোকজন সহজেই পাসপোর্ট পাবেন বলে ধারণা করা হচ্ছে। একই সঙ্গে এতে ঢাকা মহানগরবাসীর পাসপোর্ট পেতেও ভোগান্তি কমবে। একই দিন সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী শেরে বাংলা নগর আদর্শ মহিলা কলেজের নবনির্মিত (শিক্ষা) ভবনেরও উদ্বোধন করবেন বলে জানা গেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আজ নয় জেলার আঞ্চলিক পাসপোর্ট অফিস উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ