Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মরার আগে জাতীয় পার্টিকে ক্ষমতায় রেখে যেতে চাই -এরশাদ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৯ জানুয়ারি, ২০১৮, ৩:০৬ পিএম

জাতীয় পার্টি চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ‘৩০০ আসনে প্রার্থী দেওয়ার ক্ষমতা জাতীয় পার্টির আছে। এটাই আমার জীবনের শেষ নির্বাচন। মরার আগে জাতীয় পার্টিকে ক্ষমতায় রেখে যেতে চাই।’
মঙ্গলবার (৯ জানুয়ারি) দুপুরে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে জাতীয় পার্টির যৌথসভায় এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘বর্তমানে দেশের অবস্থা ভালো নয়। আমার ধারণা, সামনে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হতে পারে। আওয়ামী লীগ ও বিএনপির কাছে এ দেশের মানুষ নিরাপদ নয়। শুধু দেশের মানুষ নয়, এরা একদল আরেক দলের কাছে নিরাপদ নয়। আমাদের কাছে বিএনপি, আওয়ামী লীগ ও দেশের মানুষ সবাই নিরাপদ।’
তিনি বলেন, ‘জাতীয় পার্টি কোনও খেলনা না। আমাদের ছাড়া আগামী নির্বাচনে কোনও দল ক্ষমতায় যেতে পারবে না।’
সভায় উপস্থিত নেতাদের সাংগঠনিক শক্তি বৃদ্ধি করার পরামর্শ দিয়ে এরশাদ বলেন, ‘আমাদের দলের আরও সাংগঠনিক শক্তি বৃদ্ধি করতে হবে। কারণ দুর্বলের সঙ্গে কেউ হাত মেলায় না। শক্তি বৃদ্ধি পেলে সবাই আমাদের সঙ্গে জোট করতে হাত এগিয়ে দেবে।’
আগামী ১৫ ফেব্রুয়ারি ঢাকার জাতীয় পার্টির মহাসমাবেশে ৫ লাখ লোকের সমাবেশ করে ক্ষমতার জানান দিতে হবে মন্তব্য করেন তিনি।
খালেদা জিয়ার বিরুদ্ধে ৩৭ মামলা হয়েছে উল্লেখ করে এরশাদ বলেন, ‘আমার বিরুদ্ধে ৪২টি মামলা হয়েছিল। খালেদার এখনও ৫টা বাকি আছে।’
সভায় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, কো-চেয়ারম্যান জি এম কাদের, প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ, প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন বাবলু, বন ও পরিবেশমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী মুজিবুল হক চুন্নু, জাতীয় পার্টির ঢাকা মহানগর সদস্য ও সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা, সংসদ সদস্য ফখরুল ইমাম প্রমুখ।



 

Show all comments
  • obaidul haque ৯ জানুয়ারি, ২০১৮, ৩:৪৯ পিএম says : 1
    এরশাদ সাহেব কে বলব মারা যাওয়ার আগে পরকালের জন্য কিছু একটা করুন..........!!
    Total Reply(0) Reply
  • নাম প্রকাশে অনিচ্ছুক। ৯ জানুয়ারি, ২০১৮, ৪:০৯ পিএম says : 1
    আপনার কথার স্থায়ীত্ব নাই। আপনি কখন কি বলেন নিজেই বুঝে উঠতে পারবেন না।
    Total Reply(0) Reply
  • rupu ৯ জানুয়ারি, ২০১৮, ৪:৫৮ পিএম says : 0
    you R right '' Sir '' I am with you & I hope every one of BD with you, move ON.
    Total Reply(0) Reply
  • Mohammed Shah Alam Khan ১২ জানুয়ারি, ২০১৮, ১:১০ পিএম says : 0
    জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এমন কথা বলতেই পারেন। তিনি দলের সৃষ্টিকর্তা এবং এখনও দলের প্রধান হয়ে আছেন তাই তার মুখ থেকে এ ধরনের কথা শোভা পায়। তবে এটা কতটা বাস্তব? তাই তার কথাটা শুনার পরই হাসি পায় তাই না......... তবে দেশের বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে তার কথাটার তাৎপর্য রয়েছে এটাও ঠিক। বাংলাদেশের জনসাধারন যদি সচেতন হতো এবং এরশাদ চাচা যদি প্রার্থী নির্বাচনে ভুল না করতেন তাহেলেও তার কথাটা হয়ত প্রতিফলিত হতেও পারত। কিন্তু বাংলাদেশের জনগণ যেমন সচেতন নয় সাথে সাথে এরশাদ চাচাও যাদের নোমিনেশন দিবেন তারা গ্রহণ যোগ্য হবেন কিনা...... কাজেই এরশাদ চাচার মনের আশা পুরন হবে কিনা...... আল্লাহ্‌ আমাদের দেশের রাজনীতি ভাল নেতাদের হাতে তুলে দিন। আমীন
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এরশাদ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ