পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা : গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার আব্দুল মজিদ সরকারি বালক উচ্চ বিদ্যালয় ফুটবল খেলা মাঠে উপজেলা জাপা আয়োজিত বিশাল জনসভায় জাপা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি আলহাজ্ব হুসেইন মুহাম্মদ এরশাদ বলেন, জাপাকে বাদ দিয়ে আগামীতে আওয়ামীলীগ ক্ষমতায় আসতে পারবে না। মানুষ পরিবর্তন চায়, উন্নয়ন চায় ও শান্তিতে ঘুমাতে চায়। আমি ৯ বছর ক্ষমতায় ছিলাম। আমার সময় ১৯টি জেলারস্থলে ৬৪টি জেলা করেছি, ৪৬০টি উপজেলা করেছি। উপজেলায় আদালত ছিল। সেখানে বিচার কার্যক্রম চলত। জনগণ উপকৃত হত। মানুষ জাতীয় পার্টিকে আবারও ক্ষমতায় দেখতে চায়। রংপুর সিটি করপোরেশন নির্বাচনে লক্ষাধিক ভোটে জাপা প্রার্থী মেয়র নির্বাচিত হওয়ায় প্রামানিত হয়েছে জাপার দুর্গ উত্তরাঞ্চলের সাধারণ মানুষ জাতীয় পার্টিকে ভালোবাসে। দেশের মানুষ আবারও জাপাকে ক্ষমতায় দেখতে চায়। তিনি সুন্দরগঞ্জে আসন্ন উপ-নির্বাচনে জাপার প্রার্থীকে নির্বাচিত করার আহবান জানান। এরশাদ ছাড়া, লাঙ্গল ছাড়া এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন আসতে পারে না। দেশে অশান্তি, নৈরাজ্য জাপা কোন দিনই পছন্দ করে না। দুর্নীতি, ধোকাবাজি দিয়ে দেশ চলতে পারে না। এর পরিবর্তন আনতে হবে। তাই জাপাকে ভোট দিয়ে ক্ষমতায় বসিয়ে এর পরিবর্তন আনার জন্য সকলকে একযোগে কাজ করার আহবান জানান তিনি। গতকাল সোমবার বিকাল তিন ঘটিকার সময় উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও পাটি চেয়ারম্যানের আইন ও বিচার বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠিত বিশাল জনসভায় বক্তব্যকালে এরশাদ আরো বলেন, নয় বছর ক্ষমতায় ছিলাম, ছয় বছর জেল খেটেছি। আল্লাহ্ আমাকে বেঁচে রেখেছেন, ক্ষমতায় গিয়ে মানুষের সেবা করার জন্য। তিনি জনগণের উদ্দেশ্যে বলেন আপনাদের কাছে আমার আকুল আবেদন, মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য জাপাকে আবার ক্ষমতায় আনতে হবে। প্রাদেশিক সরকার ছাড়া দেশের মানুষের কল্যাণ আসতে পারে না উল্লেখ করে তিনি প্রাদেশিক সরকার প্রবর্তনের জন্য সরকারের প্রতি আহবান জানান। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা ও জাপা মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি, জাপার সাবেক মহাসচিব প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু এমপি, প্রেসিডিয়াম সদস্য স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা এমপি, রংপুর সিটি করপোরেশনের নব-নির্বাচিত মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা। উপজেলা জাপার সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সুন্দরগঞ্জ পৌর জাপা সভাপতি আব্দুর রশিদ সরকার ডাবলু, উপজেলা জাপার সহ-সভাপতি মাওলানা আবুল হোসেন প্রমুখ। পরে জাপা চেয়ারম্যান গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ আসনের জাতীয় সংসদের উপ-নির্বাচনে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীকে প্রার্থী হিসেবে ঘোষণা করে তার হাত তুলে ধরে সকলের নিকট পরিচয় করিয়ে দেন এবং লাঙ্গল মার্কায় ভোট দিয়ে তাকে জয়যুক্ত করার আহবান জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।