Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বেনাপোল বন্দরে অনির্দিষ্টকালের জন্য দু‘দেশের আমদানি-রফতানি বানিজ্য বন্ধ

বেনাপোল অফিস | প্রকাশের সময় : ৯ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

বেনাপোাল বন্দর দিয়ে গতকাল সোমবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য দু‘দেশের মধ্যে আমদানি রফতানি বানিজ্য বন্ধ রযেছে। ভারতের পেট্রাপোল বন্দরে কাস্টমসের বিরুদ্ধে হয়রানির অভিযোগ এনে সেদেশের বন্দর ব্যবহারকারী বিভিণœ সংগঠন অনির্দিষ্ট কালের এই ধর্মঘটের ডাক দেয়। তবে দু‘দেশের মাঝে পাসপোর্ট যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রয়েছে।
ভারতের পেট্রাপোল সিএন্ডএফ এজেন্টস স্টাফ এসোশিয়েশনের সাধারন সম্পাদক কার্তিক চক্রবর্তি জানান, আমদানি-রফতানি বাণিজ্যের ক্ষেত্রে ভারতের পেট্রাপোল কাস্টমসের ঘুষ বাণিজ্যসহ বিভিন্ন অনিয়মের কারণে দীর্ঘদিন ধরে বাণিজ্য ব্যহৃত হচ্ছিলো। বিষয়টি নিরসনে সেখানকার ব্যবসায়ীরা কাস্টমসকে অনুরোধ জানিয়ে আসছেন কিন্তু কাস্টমস ব্যবসায়ীদের অভিযোগ পাত্তা না দেওয়ায় বাধ্য হয়ে তারা ধর্মঘট ডাক দেয়। ধর্মঘটের কারনে বেনাপোল পেট্রাপোল রুটে সব ধরনের পণ্যের আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ রয়েছে।
বেনাপোল কাস্টমস স্পেসাল গ্রæপের সুপারিনটেনডেন্ট গোলাম মুর্তজা জানান, ভারতীয় কাস্টমস ও ব্যবসায়ীদের মধ্যে দ্বন্দের কারনে বেনাপোল বন্দর দিয়ে দু‘দেশের মাঝে আমদানি রফতানি বন্ধ রয়েছে।
বেনাপোল স্থলবন্দরের পরিচালক (প্রশাসন) আমিনুল ইসলাম জানান, বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ থাকলেও বন্দরের অভ্যন্তরে পণ্য ওঠা-নামা, খালাশ স্বাভাবিক রয়েছে।
তিনি আরো জানান, এই বন্দর দিয়ে আমদানি বাণিজ্য বন্ধ থাকায় বেনাপোল ও পেট্রাপোল বন্দরে প্রবেশের অপেক্ষায় আটকা রয়েছে কয়েক হাজার পণ্যবাহী ট্রাক। তবে মাছ, পিয়াজ, ঝাল, পান সহ বিভিন্ন ধরনের পচনশীল পণ্য নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। বিশষ করে বিভিন্ন শিল্প কল কারখানা ও গার্মেন্টস শিল্পের কাচামাল আটকে থাকায় বিপাকে পড়েছে তারা। বিষয়টি দ্রæত সমাধান না করলে ব্যবসায়ীদের অর্থনৈতিক লোকসানের আশঙ্কা রয়েছে। বেনাপোল বন্দর দিয়ে প্রতিদিন ১২ কোটি টাকার রাজস্ব আয় হয়ে থাকে সরকারের।
এ রিপোর্ট লেখা পর্যন্ত কাস্টমস কর্তৃপক্ষ ও বন্দর ব্যবহারকারীদের সাথে দফায় দফায় বৈঠক চলছিল।
বেনাপোলে বিজিবির ওপর চোরাচালানীদের হামলা
বিজিবির ৪ রাউন্ড গুলি বর্ষন
বেনাপোল অফিস জানায়, বেনাপোলের ছোটআচড়া মাঠে গতকাল সোমবার ভোরে চোরাচালানী পন্য আটক করতে গিয়ে বিজিবির ওপর চোরাচালানীদের হামলার ঘটনা ঘটেছে। বিজিবি আত্মরক্ষার্থে ৪ রাউন্ড ফাকা গুলি বর্ষন করেছে। বিজিবি এ সময় ঘটনাস্থল থেকে সাড়ে ৬ লাখ টাকার ভারতীয় মদ, ফেনসিডিল, শাড়ি, সিগারেট, স্যান্ডেলসহ তিন চোরাচালানিকে আটক করেছে।
আটক ব্যক্তিরা হলেন, বেনাপোল পোর্ট থানার ভবারবেড় গ্রামের আফতাফ হোসেনের ছেলে গফফার হোসেন (২২), তোরাবের স্ত্রী আলেয়া বেগম (৪০) এবং তার মেয়ে খাদিজা পারভিন (১৯)।
বিজিবি বেনাপোল ক্যাম্পের নায়েক সুবেদার শহিদুল ইসলাম বলেন, ভারত থেকে বিপুল চোরাচালানী পন্য পাচার হয়ে ছোট আচড়া হয়ে যশোরে যাচ্ছে এমন গোপন সংবাদ পেয়ে বিজিবির একটি টহল দল সেখানে চোরাচালানিদের ধাওয়া করলে চোরাচালানীরা বিজিবির ওপর ইটপাটকেল ছুড়তে থাকে। তখন নিরুপায় হয়ে বিজিবিও চার রাউন্ড ফাকা গুলি ছুড়ে তাদের ছত্র ভংগ করে দেয়। গুলির শব্দে চোরাচালানিরা মালামাল ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। অন্যরা পালাতে পারলেও ধরা পড়ে দুই নারীসহ তিন চোরাচালানি। পরে সেখান থেকে ৭৯৫ কার্টন ইজি গোল্ড সিগারেট, ২২ পিস উন্নত মানের শাড়ি, ৬০ বোতল ফেনসিডিল, ৬৮ জোড়া স্যান্ডেল, ৬২ জোড়া কেডস উদ্ধার করা হয়।’
আটককৃত চোরাচালানিদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। উদ্ধার করা পণ্য বেনাপোল শুল্ক গুদামে জমা করা হয়েছে বলে সুবেদার শহিদুল ইসলাম জানান। এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় একটি মামলা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বেনাপোল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ