Inqilab Logo

বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১, ০৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ছাত্রলীগ কর্মী হত্যার ঘটনায় আটক তিন

সিলেট অফিস | প্রকাশের সময় : ৮ জানুয়ারি, ২০১৮, ১০:২৪ এএম | আপডেট : ১০:২৮ এএম, ৮ জানুয়ারি, ২০১৮

সিলেটে তানিম খান (২৫) নামের ছাত্রলীগের এক কর্মীকে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ। গতকাল রোববার মধ্যরাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- আওয়ামী লীগের রনজিত গ্রুপের অনুসারী ছাত্রলীগ কর্মী রুহেল আহমদ, জাকির আহমদ ও সৈয়দ আবিদ আহমদ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের শাহপরান থানার ওসি আখতার হোসেন জানান, খুনের ঘটনায় জড়িত সন্দেহে তাদের আটক করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত অন্যান্যদের আটক করতে অভিযান চালানো হচ্ছে।
অভ্যন্তরীণ কোন্দলের জেরে গতকাল রোববার রাতে টিলাগড় পয়েন্ট প্রতিপক্ষের নেতা-কর্মীদের ছুরিকাঘাতে গুরুতর আহত হন তানিম। পরে তাকে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
নিহত তানিম সিলেট সরকারি কলেজের ডিগ্রি পাস কোর্সের ছাত্র ও টিলাগড় এলাকার ছাত্রলীগ কর্মী ছিলেন। তিনি সিলেটের ওসমানীনগর উপজেলায় ভুরুঙ্গা এলাকার ইসরাইল খানের ছেলে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) মুহম্মদ আব্দুল ওয়াহাব জানান, দুই গ্রুপের অভ্যন্তরীণ কোন্দলের জেরে তানিম খুন হয়েছেন বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। তদন্ত করা হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ