বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ফি, পরীক্ষার ফি, ল্যাব ফিসহ সকল ফি কমানোর দাবিতে আন্দোলনের ২য় দিনে রবিবার সকাল থেকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনসহ সকল ভবন ও প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয়। এ সময় তারা প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভও করে এবং টায়ারে আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধ করে।
পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসতে চাইলে শিক্ষার্থীরা সম্মত হয়নি। পরবর্তীতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ছাত্রলীগের সভাপতি সজিব তালুকদার এবং সাধারণ সম্পাদক সাইদুর রহমান আলোচনা বসে। পরে সভাপতি সাধারণ সম্পাদকসহ বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ শিক্ষার্থীদের পর্যায়ক্রমে সকল সমস্যার সমাধান করার আশ্বাস দিলে তারা বিক্ষোভ তুলে নেয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মো. সিরাজুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের যে আন্দোলন তা এক সাথে কার্যকর করা সম্ভব নয়। চলমান যে সমস্যা তা সমাধানের জন্য ৭ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। এর আগে শিক্ষার্থীদের স্বাক্ষরিত একটি আবেদন পত্র আমরা পেয়েছি। আমাদের কিছু না জানিয়ে যে সমস্যাগুলোর জন্য শিক্ষার্থীরা আন্দোলন করছে পর্যায়ক্রমে সমাধান করা হবে।
উল্লেখ্য, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হঠাৎ করেই সকল ফি কমানোর দাবি করে। ৬ জানুয়ারি শনিবার বিকেলের দিকে তারা প্রশাসনিক ভবনসহ সকল ভবন ও প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয় এবং আন্দোলন করতে থাকে। পরে তাদের সঙ্গে আলোচনা করার কথা বললে সন্ধ্যার দিকে তারা তালা খুলে দেয়। ৭ জানুয়ারি রোববার সকাল থেকে পুনরায় আন্দোলন করতে থাকে শিক্ষার্থীরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।